শেষ পোস্টে কী লিখেছেন তিনি(Madhuri Dixit)? যা নিয়ে এত শোরগোল। অবাক হচ্ছেন তো? এই বয়সে সব কিছু থাকতে মাধুরী কেন হারিয়ে গেলেন। আসলে তিনি যা করেছেন সব চরিত্রের প্রয়োজনে। নিজের ইনস্টাতে মাধুরী লিখেছেন, "শুনেছিলাম স্টারডম এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু যদি সুপারস্টার নিজেই নিখোঁজ হয়ে যায় তখন কী হয়। এ কথা কখনও শুনিনি।" এই লেখা দেখেই শুরু হয় তোলপাড়। কোথায় গেলেন মাধুরী। তাও আবার নিখোঁজের আগে তিনি বদলে ফেলেছেন নিজের নাম। মাধুরী থেকে হয়েছেন অনামিকা আনন্দ।
advertisement
আরও পড়ুন:১৬ জন সেলিব্রিটিকে জেলে ঢোকালেন কঙ্গনা ! বাবার টাকা থাকলেও মিলবে না জামিন! অপমানের বদলা নিলেন নায়িকা
মাধুরী(Madhuri Dixit) তাঁর ইনস্টাতে আরও লেখেন, "এবার নিজের জীবনের পারফেক্ট গল্প বলতে আসছে অনামিকা আনন্দ। ২৫ ফেব্রুয়ারিতেই সব জানা যাবে।" এতক্ষণে বিষয়টা খোলসা হয়। আসলে সত্যিই তিনি নিখোঁজ তবে বাস্তবে নয়। তিনি হারিয়েছেন চরিত্রের প্রয়োজনে। নেটফ্লিক্সে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'ফেমগেম"।
সেখানেই তাঁর নাম অনামিকা আনন্দ। যিনি একজন সফল অভিনেত্রী। রয়েছে সুখের সংসার। কিন্তু সেই সংসার আদৌ সুখের কী? গোটা জীবন অন্যের হয়ে অভিনয় করতে করতে অনামিকা ওরফে মাধুরী নিজের স্বত্ত্বাকেই ভুলে গিয়েছেন (The Fame Game)। একটি রাতে বদলে যায় তাঁর জীবন। উধাও হয়ে যান তিনি। মাধুরীকে খোঁজা নিয়েই এগোবে এই 'ফেমগেম' সিরিজের গল্প। ওটিটি এবং সিরিজে এই প্রথম অভিনয় করছেন মাধুরী দিক্ষিত। এই সিরিজের প্রযোজক করণ জোহর। পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ার(The Fame Game) ও করিশ্মা কোহলি। ২৫ তারিখে থেকেই দেখা যাবে এই সিরিজ।
প্রসঙ্গত সুস্মিতা সেন, রবীনা ট্যান্ডন অনেক আগেই সিরিজে অভিনয় করে মানুষের মন জয় করেছেন। এবার মাধুরীর পালা। তাঁর সঙ্গে থাকবেন সঞ্জয় কাপুরও।