অভিনেত্রী জানিয়েছেন, তাঁর গাড়ির ব্রেক ফেল করে। আর তার ফলেই এই দুর্ঘটনা। অভিনেত্রী নিজেই জানান যে তিনি কেমন আছেন। তনুশ্রী জানান, তিনি এখন ভাল আছে। তবে চোট লাগায় কয়েকটি সেলাই পড়েছে।
কয়েকটি ছবি শেয়ার করে তনুশ্রী লিখেছেন, "আজকের দিনটা ছিল খুবই রোমাঞ্চকর। অবশেষে মহাকাল দর্শন করতে পারলাম। মন্দিরে যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়ি। ব্রেক ফেল করেছিল। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল।"
advertisement
মন্দিরের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তনুশ্রী। একটি মেরুন স্যুটের সঙ্গে ওড়না পরেছিলেন অভিনেত্রী। এর সঙ্গে হাতে কয়েকটি বালা পরেছিলেন অভিনেত্রী। তবে তাঁর দুর্ঘটনার খবর পেয়ে অনুরাগীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন। অনেকেই তাঁর আরোগ্য কামনা করে কমেন্ট করেন। অনেকে আবার তিনি কেমন আছেন, সেই খোঁজ নেন।
এক অনুরাগী কমেন্টে লেখেন, "দয়া করে নিজের কেয়াল রাখুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।" প্রসঙ্গত, ২০০৫ সালে আশিক বানায়া আপনে ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তনুশ্রী। সেই সময়ে তনুশ্রীর সেই অভিনয় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। ছবিতে এছাড়াও অভিনয় করেছিলেন, ইমরান হাশমি ও সোনু সুদ।
আরও পড়ুন- 'ডিজাইনারের সঙ্গে হোটেলের ঘরে সঙ্গম', বলিউডের 'কালো সত্য' ফাঁস করলেন কঙ্গনা
এর পরে, ঢোল, ভাগম ভাগ, গুড বয় ব্যাড বয়, হর্ন ওকে প্লিজ, রাকিব ইত্যাদি ছবিতে এর পরে অভিনয় করেছিলেন অভিনেত্রী।