TRENDING:

Tanushree Dutta : মহাকাল মন্দিরে যাওয়ার পথে বড় দুর্ঘটনায় তনুশ্রী দত্ত! সেলাই পড়ল বেশ কয়েকটা

Last Updated:

Tanushree Dutta: অভিনেত্রী জানিয়েছেন, তাঁর গাড়ির ব্রেক ফেল করে। আর তার ফলেই এই দুর্ঘটনা। অভিনেত্রী নিজেই জানান যে তিনি কেমন আছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোমবার একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নিজের গাড়িতেই মহাকাল মন্দিরে যাচ্ছিলেন তিনি। আর সেই সময়েই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যে ঘটনা জানান তনুশ্রী।
মহাকাল মন্দিরে যাওয়ার পথে বড় দুর্ঘটনায় তনুশ্রী দত্ত!
মহাকাল মন্দিরে যাওয়ার পথে বড় দুর্ঘটনায় তনুশ্রী দত্ত!
advertisement

অভিনেত্রী জানিয়েছেন, তাঁর গাড়ির ব্রেক ফেল করে। আর তার ফলেই এই দুর্ঘটনা। অভিনেত্রী নিজেই জানান যে তিনি কেমন আছেন। তনুশ্রী জানান, তিনি এখন ভাল আছে। তবে চোট লাগায় কয়েকটি সেলাই পড়েছে।

কয়েকটি ছবি শেয়ার করে তনুশ্রী লিখেছেন, "আজকের দিনটা ছিল খুবই রোমাঞ্চকর। অবশেষে মহাকাল দর্শন করতে পারলাম। মন্দিরে যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়ি। ব্রেক ফেল করেছিল। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল।"

advertisement

মন্দিরের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তনুশ্রী। একটি মেরুন স্যুটের সঙ্গে ওড়না পরেছিলেন অভিনেত্রী। এর সঙ্গে হাতে কয়েকটি বালা পরেছিলেন অভিনেত্রী। তবে তাঁর দুর্ঘটনার খবর পেয়ে অনুরাগীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন। অনেকেই তাঁর আরোগ্য কামনা করে কমেন্ট করেন। অনেকে আবার তিনি কেমন আছেন, সেই খোঁজ নেন।

advertisement

এক অনুরাগী কমেন্টে লেখেন, "দয়া করে নিজের কেয়াল রাখুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।" প্রসঙ্গত, ২০০৫ সালে আশিক বানায়া আপনে ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তনুশ্রী। সেই সময়ে তনুশ্রীর সেই অভিনয় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। ছবিতে এছাড়াও অভিনয় করেছিলেন, ইমরান হাশমি ও সোনু সুদ।

আরও পড়ুন- 'ডিজাইনারের সঙ্গে হোটেলের ঘরে সঙ্গম', বলিউডের 'কালো সত্য' ফাঁস করলেন কঙ্গনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পরে, ঢোল, ভাগম ভাগ, গুড বয় ব্যাড বয়, হর্ন ওকে প্লিজ, রাকিব ইত্যাদি ছবিতে এর পরে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tanushree Dutta : মহাকাল মন্দিরে যাওয়ার পথে বড় দুর্ঘটনায় তনুশ্রী দত্ত! সেলাই পড়ল বেশ কয়েকটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল