টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে তাঁর আসন্ন মাতৃত্বে সংবাদ ৷ তিনি নিজেও জানিয়েছেন, গর্ভাবস্থার ৩ মাস পেরিয়ে গিয়েছে ৷ তনুশ্রীর বিশ্বাস, স্বয়ং মা ভবতারিণীর আশীর্বাদেই তিনি সুখবর পেয়েছেন ৷
ইতিমধ্যে ধারাবাহিকের মূল গল্পেও পরিবর্তন এসেছে ৷ দিতিপ্রিয়া রায়ের পরিবর্তে এ বার ধারাবাহিকের মুখ সন্দীপ্তা সেন ৷ তিনি অভিনয় করছেন মা সারদার ভূমিকায় ৷ রানী রাসমণির উত্তরকালে এ বার সারদা মাকে ঘিরেই এগোবে ধারাবাহিকের গল্প ৷
advertisement
জনপ্রিয় এই ধারাবাহিকের পাশাপাশি তনুশ্রী অভিনয় করছেন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে ‘সোহিনী ম্যাম’-এর চরিত্রে ৷ তাঁর অভিনয় জীবনের সূত্রপাত ২০১৩ সালে ৷ ‘গেম’ ছবিতে তিনি অভিনয় করেছেন জিতের বোনে চরিত্রে ৷ ২০১৯ সালে পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী ৷ তাঁরা একসঙ্গে ‘অর্ধাঙ্গিনী’-তে কাজ করেছিলেন ৷ বাংলা ধারাবাহিকের দুনিয়ায় শমীক প্রথম সারির পরিচালক ৷
তনুশ্রীর শারীরিক অবস্থার জন্য ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে সোহিনী ম্যামের সাজপোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে ৷ হিলতোলা জুতো, পাশ্চাত্য পোশাকের বদলে তিনি এখন এই ধারাবাহিকে পরছেন শাড়ি ও পাতলা চটি ৷ ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ‘মা ভবতারিণী’ চরিত্রে অভিনেতা পাল্টে যাবেন ৷ তবে এ বিষয়ে তনুশ্রী এখনও কিছু জানেন না ৷ বাড়তি সতর্কতার সঙ্গে তিনি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, চ্যানেলের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন ৷