TRENDING:

Tanushree Bhattacharya : বাস্তব জীবনেও মা হতে চলেছেন ‘মা ভবতারিণী’ ভূমিকায় অভিনেত্রী তনুশ্রী

Last Updated:

এ বার ওই ধারাবাহিকেরই আরও এক অভিনেত্রী অন্তঃসত্ত্বা ৷ তিনি তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya) ৷ ওই ধারাবাহিকেই অভিনয় করছেন ‘মা ভবতারিণী’ চরিত্রে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : টলিউড জুড়ে মাতৃত্বের খবর ৷ কিছু দিন আগেই পুত্রসন্তানের মা হয়েছেন প্রিয়ম চক্রবর্তী ৷ তিনি অভিনয় করেছিলেন ‘করুণাময়ী রানী রাসমণি’-তে ৷ এ বার ওই ধারাবাহিকেরই আরও এক অভিনেত্রী অন্তঃসত্ত্বা ৷ তিনি তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya) ৷ ওই ধারাবাহিকেই অভিনয় করছেন ‘মা ভবতারিণী’ চরিত্রে ৷
advertisement

টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে তাঁর আসন্ন মাতৃত্বে সংবাদ ৷ তিনি নিজেও জানিয়েছেন, গর্ভাবস্থার ৩ মাস পেরিয়ে গিয়েছে ৷ তনুশ্রীর বিশ্বাস, স্বয়ং মা ভবতারিণীর আশীর্বাদেই তিনি সুখবর পেয়েছেন ৷

ইতিমধ্যে ধারাবাহিকের মূল গল্পেও পরিবর্তন এসেছে ৷ দিতিপ্রিয়া রায়ের পরিবর্তে এ বার ধারাবাহিকের মুখ সন্দীপ্তা সেন ৷ তিনি অভিনয় করছেন মা সারদার ভূমিকায় ৷ রানী রাসমণির উত্তরকালে এ বার সারদা মাকে ঘিরেই এগোবে ধারাবাহিকের গল্প ৷

advertisement

জনপ্রিয় এই ধারাবাহিকের পাশাপাশি তনুশ্রী অভিনয় করছেন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে ‘সোহিনী ম্যাম’-এর চরিত্রে ৷ তাঁর অভিনয় জীবনের সূত্রপাত ২০১৩ সালে ৷ ‘গেম’ ছবিতে তিনি অভিনয় করেছেন জিতের বোনে চরিত্রে ৷ ২০১৯ সালে পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী ৷ তাঁরা একসঙ্গে ‘অর্ধাঙ্গিনী’-তে কাজ করেছিলেন ৷ বাংলা ধারাবাহিকের দুনিয়ায় শমীক প্রথম সারির পরিচালক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তনুশ্রীর শারীরিক অবস্থার জন্য ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে সোহিনী ম্যামের সাজপোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে ৷ হিলতোলা জুতো, পাশ্চাত্য পোশাকের বদলে তিনি এখন এই ধারাবাহিকে পরছেন শাড়ি ও পাতলা চটি ৷ ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ‘মা ভবতারিণী’ চরিত্রে অভিনেতা পাল্টে যাবেন ৷ তবে এ বিষয়ে তনুশ্রী এখনও কিছু জানেন না ৷ বাড়তি সতর্কতার সঙ্গে তিনি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, চ্যানেলের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tanushree Bhattacharya : বাস্তব জীবনেও মা হতে চলেছেন ‘মা ভবতারিণী’ ভূমিকায় অভিনেত্রী তনুশ্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল