TRENDING:

Sarath Babu Death: প্রয়াত অভিনেতা শরৎবাবু! মৃত্যুর ভুয়ো খবর রটার সপ্তাহখানেক বাদেই চলে গেলেন নায়ক

Last Updated:

Sarath Babu Death: ৭১ বছর বয়সেও খ্যাতির ঘাটতি ছিল না তাঁর। হায়দরাবাদের একটি হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল শরৎবাবুর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জনপ্রিয় অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: প্রয়াত শরৎবাবু। সোমবার সকালবেলা হায়দরাবাদে মৃত্যু হয় তেলুগু ও তামিল অভিনেতা শরৎবাবুর। ৭১ বছর বয়সেও খ্যাতির ঘাটতি ছিল না তাঁর। হায়দরাবাদের একটি হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল শরৎবাবুর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জনপ্রিয় অভিনেতা।
প্রয়াত অভিনেতা শরৎ বাবু
প্রয়াত অভিনেতা শরৎ বাবু
advertisement

কিছু দিন আগেই তাঁকে নিয়ে ভুয়ো খবর রটে সোশ্যাল মিডিয়ায়। তিনি প্রয়াত হয়েছে বলে গুজব বটে। পরে জানা যায়, তিনি জীবিত আছেন। বর্ষীয়ান অভিনেতার বোন সেই খবরে প্রতিক্রিয়া দিয়ে জানান, আগের থেকে অনেক ভাল আছেন শরৎবাবু। এমনকি আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডেও দেওয়া হয়েছে। সকলকে অনুরোধ করেছিলেন, যেন ভুয়ো খবরে বিশ্বাস না করেন কেউ। কিন্তু মৃত্যুর ভুয়ো খবরের সপ্তাহখানেক পরই সেই খবর সত্যি হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে ভয়াবহ আগুন! ভস্মীভূত দু’টি সারি, ভিতরে আটকে দর্শক!

শরৎবাবুর একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। জানা গিয়েছে, তাঁর সেপসিস হয়েছিল। তার ফলে ধীরে ধীরে কিডনি, ফুসফুস, লিভার এবং অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহে দু’বার হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

শরৎবাবুর আসল নাম সত্যম বাবু দিক্ষীতুলু। ১৯৭৩ সালে তেলুগু ছবি ‘রামা রাজ্যম’-এ প্রথম বার অভিনয় করেন তিনি। তার পর চার বছর টানা তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sarath Babu Death: প্রয়াত অভিনেতা শরৎবাবু! মৃত্যুর ভুয়ো খবর রটার সপ্তাহখানেক বাদেই চলে গেলেন নায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল