সূত্রের খবর, গত ১৮ সেপ্টেম্বর, রবিবার নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পলিনকে৷ পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তাঁর দেহ হাসপাতালে নিয়ে যায় কয়েম্বেদু থানার পুলিশ৷ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পলিন জেসিকার মৃতদেহ৷
আরও পড়ুন : দেব, প্রসেনজিৎকে চ্যালেঞ্জ বং-গাইয়ের! পাল্টা জবাব বাংলার দুই সুপারস্টারের
advertisement
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, পলিনের একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ৷ পলিনের ডায়েরি থেকে পলিন সম্পর্কে বহু গোপন তথ্য জানা গিয়েছে৷ নিজের ডায়েরিতে পলিন বহুবার লিখেছেন যে, তিনি আর বাঁচতে চান না৷ তাঁকে সমর্থন করার মতো কেউ নেই, এমনও লিখেছেন সেখানে৷
আরও পড়ুন: কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তনুশ্রী
প্রেমের সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছেন অভিনেত্রী, এমনই সন্দেহ করেছে পুলিশ৷ তাঁর ডায়েরি থেকে জানা গিয়েছে, একটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷ সেই ব্যক্তি তাঁকে প্রত্যাখ্যান করার পরেই পলিন আত্মহত্যা করেছেন বলে জানা যায় ৷ পলিনের প্রেমিকের সন্ধান করছে পুলিশ৷ বিল্ডিং-এর সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ অভিনেত্রীর মৃত্যুর আগের দিন কারা তাঁর বাড়িতে এসেছিলেন, সেই বিষয়েও তদন্ত করা হচ্ছে৷
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীপা নামেই পরিচিত ছিলেন পলিন৷ বেশ কিছু জনপ্রিয় তামিল ছবিতে অভিনয় করছিলেন তিনি৷ পলিনের মৃত্যুতে শোকাহত পরিবার ৷