অভিনেতার এই খারাপ সময়ে তাঁর পাশে আছেন বান্ধবী শ্বেতা ভট্টাচার্য৷ নেটমাধ্যমে অভিনেতার স্বাস্থ্যের খবর শেয়ার করছেন শ্বেতা৷ তবে শুধু অভিনয় নয়, বিছানায় শুয়ে শুয়ে শরীরচর্চারও উপায় বার করেছেন অভিনেতা৷ সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী৷
আরও পড়ুন: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! ‘নিম ফুলের মধু’-র অনুরাগীদের মুখে হাসি
রবিবার রাতে শ্বেতা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে রুবেল একটি বাচ্চা ছেলেকে ডাম্বেলের মতো মাথার ওপর তুলে ধরেছেন৷ শ্বেতার পোস্ট থেকেই জানা গেল রুবেলের ব্যায়ামের নতুন ‘ডাম্বেল’ তাঁর নিজেরই ভাগ্নে। মামার শরীরচর্চা এখন ভাগ্নেকে নিয়ে৷
ক্যাপশনে শ্বেতা লিখেছেন,‘বাড়ি বসে শ্যুটিং চলছে, ব্যায়াম তো আর বাড়ি বসে হচ্ছে না… কিন্তু একেবারে শরীরচর্চা ছেড়ে দিলেও তো মুশকিল, তাই একটা উপায় বের করা হল, ডাম্বেলের জায়গায় ব্যবহার করা হল ভাগ্নেকে। ব্যাস! শরীরচর্চা শেষ, মনটাও ফুরফুরে।’ এই পোস্টের কমেন্ট বক্সে শ্বেতাকে ধন্যবাদও জানিয়েছেন রুবেল৷