গত মাসের ৬ তারিখ বিশেষ বিবাহ আইন মেনে বিয়ে সেরেছেন স্বরা এবং ফাহাদ। জীবনের নতুন অধ্যায় শুরুর কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার পর থেকেই শুরু চর্চা। এ বার সেই চর্চার কেন্দ্রে স্বরার একটি পুরনো ট্যুইট। সেখানে মজা করে ফাহাদকে 'ভাই' বলে সম্বোধন করেছিলেন স্বরা।
জন্মদিনের ফাহাদকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে একটি ছবি ট্যুইট করেছিলেন স্বরা। লিখেছিলেন, 'শুভ জন্মদিন ফাহাদ মিঞা। ভাইয়ের আত্মবিশ্বাস বজায় থাকুক। ভাল থাকো। জীবনে থিতু হও।'
advertisement
আরও পড়ুন: ছোট্ট ঈশান এখন কিছুটা বড় হয়েছে, তাকে রেখেই একসঙ্গে 'শিকার' অভিযানে যশ-নুসরৎ
আরও পড়ুন: একাধিক সুযোগের পরেও সফল হতে পারেননি উদয়! ভাইয়ের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক আদিত্য
এখানেই থেমে যাননি স্বরা। রসিকতা করে ফাহাদের উদ্দেশে তিনি লিখেছিলেন, 'বয়স হচ্ছে। এ বার বিয়ে করে নাও।'
বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছেন। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অবশেষে রাজনৈতিক মঞ্চেই মনের মানুষকে খুঁজে পেলেন স্বরা।
এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। তখন যদিও সেই পুরুষের মুখ প্রকাশ্যে আনেননি স্বরা।