রাজীবের শো-তে এসে সুস্মিতা বলেন, মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য ফিলিপিন্সে যাওয়ার আগে নিজের পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না সুস্মিতা৷ বাংলাদেশ সফরের জন্য তার পাসপোর্ট দিয়েছিলেন সেই সময়কার অন্যতম মডেল অনুপমা ভার্মাকে৷ তিনি জানতেন পাসপোর্ট হারায়নি, অনুপমার কাছে রয়েছে, কিন্তু কোনও ভাবেই উদ্যোক্তাদের বোঝাতে পারছিলেন না৷ অসহায় সুস্মিতা কাঁদতে শুরু করেন৷
রাজীবকে সুস্মিতা জানান, ওরা ঐশ্বর্যকে পাঠানোর চেষ্টা করছিল৷ আমার খুব রাগ হচ্ছিল সেই সময়৷ আমি নিজের যোগ্যতায় মিস ইউনিভার্সের টিকিট অর্জন করেছিলাম৷ অথচ আমাকে বলা হয়েছিল, খুঁজে পাচ্ছো না যখন বাড়ি চলে যায়৷ নভেম্বরে মিস ওয়ার্ল্ড রয়েছে, তার আগে খুঁজে রাখো৷ শেষমেশ বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করি আমি৷ সুস্মিতার বাবা সুবীর সেন কথা বলেছিলেন তখনকার কেন্দ্রীয় মন্ত্রী রাজেশ পাইলটের সঙ্গে৷ তার চেষ্টাতেই সুস্মিতা মিস ইউনিভার্সে যান৷ বাকিটা ইতিহাস৷
advertisement