TRENDING:

কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে, নতুন পর্বের শুরু, জন্মদিনে কিসের ঈঙ্গিত সুস্মিতার

Last Updated:

যখন বলিউডে কেউ ভাবতেই পারেনি, তখন সিঙ্গল মাদার হয়েছেন সুস্মিতা। আজও তিনি অবিবাহিত। তাঁর দুই দত্তক কন্যাই তাঁর জীবন সম্পূর্ণ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ৪৭-এ পা। গুটি গুটি পায়ে ৫০-এর দিকে এগোচ্ছেন দুই কন্যার মা। কিন্তু চেহারায়, যাপনে, জীবনবোধে আজও তারুণ্য ঠিকরে পড়ছে। তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী বারবার ছক ভেঙে সবাইকে অবাক করেছেন। আজ সেই বঙ্গতনয়ার জন্মদিন। শুভ দিনে অদ্ভুত একটি পোস্ট দিয়ে ধন্দে ফেললেন নিজের অনুরাগীদের।
advertisement

কিসের সূচনার ইঙ্গিত দিলেন তিনি ইনস্টাগ্রামে? রোদে ভেজা নিজের ছবির সঙ্গে একটি লেখা লিখলেন তিনি, 'অবশেষে ৪৭! গত ১৩ বছর ধরে যেই নম্বরটি আমায় অনুসরণ করছে। অপূর্ব এক বছর আসতে চলেছে। বহু দিন ধরেই সে কথা জানি। আর তার আগমনের খবর দেওয়ার সময়ে খুব উৎফুল্ল বোধ করছি। দুগ্গা দুগ্গা। সবাইকে ভালবাসা।'

advertisement

কোন আগমন, কিসের সূচনা, কিসের শুরুর কথা বলছেন সুস্মিতা? ধোঁয়াশা ভরা পোস্টে এই প্রশ্নই বারবার উঠছে।

আরও পড়ুন: রূপান্তরকামী বেশে পর্দায় সুস্মিতা সেন, ফুটে উঠবে গৌরীর জীবনকাহিনি

আরও পড়ুন: ভাইয়ের সংসার ভাঙার পক্ষে সুস্মিতা, চারুকে লাই ডিক্টেটরে পরীক্ষা করাতে চান রাজীব!

advertisement

যখন বলিউডে কেউ ভাবতেই পারেনি, তখন সিঙ্গল মাদার হয়েছেন সুস্মিতা। আজও তিনি অবিবাহিত। তাঁর দুই দত্তক কন্যাই তাঁর জীবন সম্পূর্ণ করেছেন। আর সে কথা বারবার নিজে মুখে স্বীকার করেছেন তিনি। কোনও পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। কিন্তু রোহমান শলের সঙ্গে প্রেম, বিচ্ছেদ, ললিত মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন, বারবার তাঁর জীবনের বিভিন্ন পর্ব শিরোনামে উঠে এসেছে। সুস্মিতাকে কটাক্ষ করতেও ছাড়েনি অনেকে। তাঁর চরিত্রহননে উঠে পড়ে লেগেছে বহু মানুষ। কিন্তু তাঁকে টলানো অত সহজ নয়, তা প্রমাণ করেছেন খোদ 'আরিয়া'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে এবার অপেক্ষা তাঁর জীবনের নতুন পর্বের। যে কথার আভাস তিনি দিলেন বটে, কিন্তু নাগাল পেল না কেউই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে, নতুন পর্বের শুরু, জন্মদিনে কিসের ঈঙ্গিত সুস্মিতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল