দুই কন্যা রেনে এবং আলিশা, মা এবং বাবা, সপরিবার সপ্তমীর সন্ধ্যা কাটাতে সকলের সঙ্গে মিলেমিশে গেলেন বলিউডের সুপারস্টার।
পরনে ছিল গোলাপি রঙের শাড়ি এবং ব্লাউজ। তাঁর শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া তত বেশি না থাকলেও সুস্মিতার বাবা কিন্তু ধুতি আর পাঞ্জাবীতেই ভরসা রেখেছেন।
তবে শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া না রাখলেও তাঁর ব্যবহারে এদিন যেন বাংলার গন্ধ ভরপুর। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে তাঁকে এক বৃদ্ধার সঙ্গে বাংলায় কথা বলতে দেখা গেল। যেখানে তিনি বাংলায় তাঁকে ‘মা গো’ বলে আদরে সম্বোধন করলেন। তাঁকেই জানালেন আগামিকাল, অষ্টমীর সন্ধ্যায় সন্ধিপুজো করতে হাজির হবেন আবার।
তা ছাড়া আরও কিছু ভিডিওতে দেখা গেল, বড় মেয়েকে নিয়ে ধুনুচি নাচে অংশ নিলেন সুস্মিতা। খালি পায়ে, ঘুরে ঘুরে নাচলেন একেবারে বাংলার মেয়েটি হয়ে। ঢাকের তালে নাচ করে সকলর সঙ্গে হেসে কথা বলে জমিয়ে দিলেন দুর্গাপুজো।