ঘেরাটোপ ত্যাগ করেছিলেন আগেই। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিলেন রিয়া চক্রবর্তী। এ বার শুরু এক নতুন অধ্যায়। 'রোডিজ ১৯'-এ দেখা যাবে তাঁকে। প্রোমোতে অন্য রূপে দেখা গেল রিয়াকে। ক্যামেরার সামনে তাঁকে বলতে শোনা যায়, "কী ভাবলেন? আমি ফিরব না? ভয় পেয়ে গিয়েছি? এ বার অন্যরা ভয় পাবে।"
নিছক দর্শকদের জন্যই হয়তো ছিল রিয়ার এই বার্তা। কিন্তু বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি সুশান্তের দিদি প্রিয়াঙ্কা। রিয়াকে পাল্টা প্রশ্ন করেন তিনি, 'তুমি কেন ভয় পাবে?' এর পরেই রিয়াকে কটাক্ষ করে 'যৌনকর্মী' আখ্যা দেন।
advertisement
আরও পড়ুন: ১২ হাত কাপড়ে এমন সুন্দর সাজ, রিয়াকে চেনাই যেন যাচ্ছে না!
আরও পড়ুন: তুমি আগুনে হেঁটেছ, সুশান্তের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার দাবি উঠতেই রিয়ার পোস্ট!
সুশান্তের মৃত্যুর পর রিয়াকে কাঠগড়ায় তোলে অভিনেতার পরিবার। কারণ সুশান্তের মৃত্যুর আগে তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন বঙ্গতনয়া। মাদক-যোগে হাজতবাসও হয় তাঁর। জামিন পাওয়ার পর নতুন জীবন শুরু করেন রিয়া। শোনা গিয়েছিল, একটি নতুন সম্পর্কেও জড়ান তিনি। এ বিষয়ে যদিও এখনও শিলমোহর বসাননি অভিনেত্রী। 'রোডিজ ১৯' তাঁর জীবনে নতুন কী আনবে? আপাতত সেটাই দেখার।