আরও পড়ুন Yuvaan Chakraborty: বাড়ছে বয়স, পাল্টে যাচ্ছে হেয়ার স্টাইল, নতুন লুকে ছোট্ট ইউভান, Viral Video
সুশান্তের মৃত্যুর ২ বছর৷ তাঁর ভক্তরা যেন বিশ্বাসই করতে পারেন না সে কথা৷ খুবই অল্প সময় তিনি বলিউডে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন৷ বেশ কিছু ভাল ছবি তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের৷ তাঁর শেষ ছবি ছিল দিল বেচারা৷ হিন্দি সিরিয়াল থেকে শুরু হয় তাঁর অভিনয়ের যাত্রা৷ তারপর বলিউড ছবিতে কাজ শুরু করেছিলেন সুশান্ত৷ তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি কাই পো চে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, এম এস ধোনি, পিকে, কেদারনাথ প্রমুখ৷ খুবই কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় তাঁর কাজ, সকলকে চির বিদায় জানান অভিনেতা৷ নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত৷
advertisement
সুশান্তের মৃত্যুর দু’বছরে আবেগঘন পোস্ট করেছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। (SSR Death Anniversary)৷ হাস্যময় এক শিশুর সঙ্গে সুশান্তের একটি ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন, 'নশ্বর দেহ ছেড়ে গিয়েছ ২ বছর হল ভাই, কিন্তু তুমি অবিনশ্বর হয়ে গিয়েছ তোমার চিন্তাধারার জন্য। দয়া, মায়া ও প্রেম এই ছিলে তুমি। সকলের জন্য তুমি অনেক কিছু করতে চেয়েছিলে। তোমার শেষ না করা কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। ভাই, তুমি এই বিশ্বকে উন্নত করেছ, তোমার অবর্তমানে সেটাই করে যাব।' শ্বেতা আবেদন করেছেন, 'চলুন, আজ আলো জ্বালাই ও কারও মুখে হাসি ফুটিয়ে তুলি'।
সুশান্তের মৃত্যুর কারণ কী, সেই নিয়ে ওঠে নানা প্রশ্ন৷ বলিউডে স্বজন পোষন থেকে শুরু করে ড্রাগ যোগ, একে একে সব অভিযোগ উঠে আসে৷ সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ সুশান্তের মৃত্যুর পিছনে তাঁর প্ররোচনা এবং সুশান্তের টাকা নয়-ছয় করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়৷ প্রায় মাস খানেক তিনি জেলে ছিলেন৷ গ্রেফতার হন রিয়া ভাই শৌভিক৷