TRENDING:

আমার মতো করতে পারবে? সানিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন উদয় চোপড়া !

Last Updated:

দেখুন ছেলের সাহস, সানিকে করলেন চ্যালেঞ্জ ! সানি তো বিন্দাস লুফেও নিলেন তা ৷ তারপর সোজা ট্যুইটারে ছবি এক হাত নিলেন উদয় চোপড়াকে ! কাব্যটা হল, শুত্রবার সকালে জিমে ব্যায়াম করতে ব্যস্ত ছিলেন সানি লিয়ন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেখুন ছেলের সাহস, সানিকে করলেন চ্যালেঞ্জ ! সানি তো বিন্দাস লুফেও নিলেন তা ৷ তারপর সোজা ট্যুইটারে ছবি এক হাত নিলেন উদয় চোপড়াকে ! কাব্যটা হল, শুত্রবার সকালে জিমে ব্যায়াম করতে ব্যস্ত ছিলেন সানি লিয়ন ৷ হঠাৎই উদয় সানিকে করলেন ট্যুইট ৷ সঙ্গে দিলেন ছবিও ৷ পায়ে বল, মাথায় বল, আর সেই ভাবে উপুর হয়ে শুয়ে কোমরের ব্যায়াম ৷ জিমের ভাষায় প্ল্যাঙ্কস ! আর সেই প্ল্যাঙ্ক ব্যায়াম নিয়েই সানিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ৷ সানিও কম যান না ৷ উদয়ের ট্যুইট পেতেই সানিও শুয়ে পড়লেন বল নিয়ে, শুরু করলেন উদয়ের দেখানো ব্যায়াম ৷ আর জানেন কি? গুণতিতে সানি হারালেন উদয়কে ৷ আর আদবকায়দায় বলে দিলেন, কোমরের ব্যায়ামে তিনিই সেরা !
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার মতো করতে পারবে? সানিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন উদয় চোপড়া !