ছবিটিতে অভিনয় করার অনুমতি দেওয়া হয়নি সানিকে (Sunny Leone) বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। তবে ঠিক কী কারণে অনুমতি দেওয়া হল না তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, বাংলাদেশে সানি প্রবেশ করলে কয়েকটি ইসলামিক সংগঠন বিক্ষোভ দেখাবে বলে হুমকি দিয়েছে। আর এর পরেই বাংলাদেশ সরকার আর ঝুঁকি নিতে চাইছে না।
advertisement
আরও পড়ুন- গাঙ্গুবাই সাজলেন রাখি সাওয়ান্ত! নেটিজেন বলছে, 'আলিয়ার থেকে ভালো'
শামিম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে ১১ জন ভারতীয়কে শ্যুটিং করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু সানি (Sunny Leone)সেই অনুমতি পেলেন না। ৫ মার্চ থেকে শ্যুটিং শুরু হয়ে ৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন- গৌরী অন্য পুরুষদের সঙ্গে কথা বললেই রেগে যেতেন শাহরুখ! হাঁপিয়ে উঠেছিলেন কিং-পত্নী?
তবে এই প্রথম না। এর আগেও বাংলাদেশে সানির প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ২০১৫ সালেও সানি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ইসলামিক সংগঠনগুলি প্রতিবাদ করায়। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল। এর আগে বাংলাদেশের মিউজিক ভিডিওতে সানি কাজ করেছেন। কিন্তু বাংলাদেশের বহু মানুষ সেই মিউজিক ভিডিও ভালো ভাবে নেননি। যদিও ভিডিওটি ভাইরাল হয়।
কাজের দিক থেকে, এই মুহূর্তে বিক্রম ভাটের পরিচালিত অনামিকা-তে অভিনয় করেছেন যেটি এখন এমএক্স প্লেয়ারে স্ট্রিমিং হচ্ছে।