কিন্তু ভাগ্যের চাকা বদলাতে শুরু করলে মানুষের জীবনে সব কিছুই ভালো ঘটে। এত গুলো বছর বলিউডে পড়ে থাকার পর অবশেষে এল অনুরাগ কাশ্যপের ফোন। ২০১২ সালে পূজা ভট্টের থ্রিলার 'জিসম ২' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘জ্যাকপট’, 'রাগিণী এমএমএস ২', 'এক পহেলি লীলা' এবং 'মস্তিজাদে'-র মতো ছবিতে অভিনয় করেন। সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে, ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি। তবে এসবের মাঝেই সানির জীবনে এলেন অনুরাগ কাশ্যপ।
advertisement
সানি ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ। জীবনের নানা কিছু তিনি জানান এই মাধ্যমে! এবার খুশির খবর দিলেন তিনি। সানির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সানির কোলে এসে বসেছেন অনুরাগ। এই ছবি পোস্ট করে সানি লেখেন, " আমার স্বপ্ন সত্যি হয়েছে! কখনও ভাবিনি অনুরাগের মতো এত বড় মাপের পরিচালক আমায় কাজের সুযোগ দেবেন। এত বছর ভারতে, বলিউডে থাকার পরে অবশেষে আমি ফোন পেলাম অনুরাগের। জিজ্ঞেস করল, আমি ওর ছবির জন্য অডিশন দেব কি না! জীবনে এমন কিছু মুহূর্ত হঠাৎই আসে। যা জীবন বদলে যায়। অনুরাগ আমার জন্য যা করল, কখনও ভুলব না। আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ। ভালবাসি।’ এই পোস্ট শেয়ার করে সানি জানান তাঁর নতুন কাজের কথা! সত্যিই ভাগ্য বদলেছে সানির!