TRENDING:

Sudipta Chakraborty : চারদিকে জল, ত্রাণ নিয়ে ইয়াস-দুর্গতদের কাছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী

Last Updated:

ইয়াসতাণ্ডবে দুর্গতদের পাশে দাঁড়ালেন সুদীপ্তা চক্রবর্তী ৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়ে বিধ্বস্তদের কাছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভয় কাটিয়ে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তদান করেছেন কিছু দিন আগেই ৷ এ বার ইয়াসতাণ্ডবে দুর্গতদের পাশে দাঁড়ালেন সুদীপ্তা চক্রবর্তী ৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়ে বিধ্বস্তদের কাছে ৷ গত ৬ জুন থেকে শুরু হয়েছে ত্রাণ বিলি ৷ এই উদ্যোগে সুদীপ্তার পাশে আছে তাঁর অ্যাক্টিং অ্যাকাডেমিও ৷
advertisement

ফেসবুকে সুদীপ্তা লেখেন, ‘সকলের সদিচ্ছায় বেশ কিছু জিনিসপত্র জোগাড় করতে পেরেছি । মা বলেন, দানকার্য্য দেখিয়ে করতে নেই। তাই লিস্টটা দিলাম না এখানে । যাঁরা অর্থ দিয়ে বা অন্যান্য ভাবে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেককে আলাদা করে নিশ্চয়ই জানাবো ।’

পরিকল্পনামতোই ৬ জুন, রবিবার সকাল থেকে গোসাবায় ত্রাণবিলি শুরু করেন সুদীপ্তা এবং তাঁর সহযোগীরা ৷ তাঁরা একটি মেডিক্যাল ক্যাম্প খোলেন সোনার গাঁ এলাকায় ৷ সামাজিক মাধ্যমে সুদীপ্তা জানান, তাঁদের সঙ্গে ছিলেন একজন চিকিৎসক ও একজন নার্স ৷ চিকিৎসা শিবিরে শতাধিক লোকের কাছে তাঁরা পৌঁছে দেন ন্যূনতম চিকিৎসা পরিষেবা ৷

advertisement

চিকিৎসা শিবিরের পাশাপাশি সুদীপ্তা ও তাঁর সহযোগীরা সোমবার ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনের অন্যান্য প্রত্যন্ত অংশেও ৷ পাখিরালয় জেটিতে পৌঁছে ওখান থেকে ভ্যানে করে তাঁরা গিয়েছিলেন জটিরামপুরে ৷ যাত্রাপথের ভিডিয়ো পরে ফেসবুকে শেয়ার করেছিলেন সুদীপ্তা ৷ জটিরামপুরে পৌঁছে তিনি কার্যত স্তম্ভিত হয়ে যান ৷ সেখানে আদিগন্ত জুড়ে চারদিকে শুধুই জল ৷ সামাজিক মাধ্যমে সুদীপ্তা লিখেছেন, ‘ইয়াসের এর ১৫ দিন পরেও মাইলের পর মাইল চাষ জমি জলের তলায়। ওখানকার মানুষগুলো জানে না, জল কবে নামবে, জমি আবার কবে চাষের উপযুক্ত হবে ৷’

advertisement

সুদীপ্তা ও তাঁর সহযোগীদের ত্রাণপর্ব এখানেই শেষ নয় ৷ আগামী দিনেও তাঁরা আর্তদের পাশে দাঁড়াতে চান ৷ সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ডোনেশন অ্যাকাউন্ট এখনই বন্ধ করছেন না তাঁরা ৷ কারণ জামাকাপড়, বই, খাতা, পেন্সিল, বিছানা, বালিশের মতো জিনিস আরও সংগ্রহ করতে চান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইয়াস পরবর্তী পরিস্থিতিতে দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই প্রয়াসের জন্য সুদীপ্তাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipta Chakraborty : চারদিকে জল, ত্রাণ নিয়ে ইয়াস-দুর্গতদের কাছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল