এই সঙ্গী আর কেউ নয়, সুদীপার ছেলে আদিদেব চট্টোপাধ্যায়৷ খুবই মিষ্টি ছেলে সুদীপার৷ মায়ের সঙ্গে সময় কাটাতে সে যে খুব ভালবাসে তা সুদীপার ইনস্টাগ্রাম ছবি বা রিল থেকে স্পষ্ট৷ মা-ছেলে একসঙ্গে কখনও গান গাইছেন তো কখনও অলস সময় কাটাচ্ছেন৷ সব কিছু পোস্ট করেন সুদীপা৷ যা দেখতে পছন্দ করেন তাঁর ভক্তরা৷ এর মধ্যে আদিদেবের ফ্যান ফলোয়ারও তৈরি হয়েছে৷ খুবই মিষ্টি স্বভাবের সে৷ মায়ের বেশ বাধ্য ছেলেও বটে৷ তাই তো মাঝেমধ্যে মায়ের রান্নাঘরে ঢুকে মাকে সাহায্যেও করে আদরের আদি৷
advertisement
এখন আদি কিছুটা বড় হয়েছে৷ এবছর ৪-এ পা দেবে সে৷ আর এর মধ্যেই মায়ের জন্য বাজার করতে শুরু করেছে আদি৷ একেবারে চিনে, বেছে কিনে আনছে ফল৷ সেই সব ফলের নামও সে বলতে পারে৷ ঠিক দাম বিচার করেও কেনা কাটা করতে পারে৷ পুরোটাই জানিয়েছেন মা সুদীপা৷ তবে মায়ের রান্নার জন্য নয়, বাড়ির ফলের বাজার করছে আদি৷ মা সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, ছোট্ট আদি শপিং-এ ব্যস্ত৷ আমাদের বাড়ির ফলের বাজার করছে সে৷ নতুন নতুন যা শিখছে তা আরও ভালভাবে রপ্ত করতে সাহায্য করি৷ সব সবজি, ফল চিনতে পারে সামনে থেকে দেখে এবং টাকা গুনতেও পারে৷
অর্থাৎ কোনও রকম পুথিগত বিদ্যা নয়৷ যা বইতে পড়ে, সেটা ছেলেকে বাস্তবে শেখাতেও উদ্যোগী মা সুদীপা৷ সে কারণে ছেলে যখন বই থেকে ফল বা সবজি ছবি দেখে সেগুলির নাম শিখছে, তখন তাকে একবারে চাক্ষুষ করাতে বাজারে নিয়ে যাচ্ছেন মা৷ আর সব ফল-সবজি চিনে মনের আনন্দে এক এক করে তুলে নিচ্ছে ছোট্ট আদি৷ এ যেন সার্থক পড়াশুনা৷ এই মিষ্টি ভিডিওটি সকলের খুব পছন্দ হয়েছে৷