সম্প্রতি একটি চপ কাটলেটের দোকানের কথা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সুদীপা। তিনি চপ কাটলেটের ওই বিশেষ দোকানের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে সুদীপা বলেন, ‘দুর্গা পুজোয় প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি, খুব দরকার হয় চপ-কাটলেটের এক দারুণ ঠিকানার’। ভিডিওতে দোকানের খাওয়ারের বেশ প্রশংসা করেন সুদীপা। তবে এই কাজ করেই কটাক্ষের মুখে পড়েছেন সুদীপা৷
advertisement
আরও পড়ুন: মা হতে চলেছেন সুগন্ধা, সমুদ্রসৈকতে স্বামীর সঙ্গে ছবি দিলেন কমেডিয়ান, স্পষ্ট বেবি বাম্প
ভিডিওর কমেন্টে একজন লেখেন,‘‘প্রথমে শাড়ি, তারপর গয়না। আর এখন ফুড ভ্লগিং। সাধারণ মানুষ কী করবে তাহলে। আর কী কী বাকি আছে লিস্ট করে দেব নাকি। সুবিধে হবে।’’ এক ব্যক্তি লিখেছেন, ‘অভিনয়, শাড়ির দোকান ছেড়ে এবার কি ফুড ভ্লগিংয়ের কাজ শুরু করছেন?’
কিছুদিন আগেই এক বিক্রির পোস্টও তুমুল ভাইরাল হয়৷ ১ লাখ টাকা দামের ঢাকাই জামদানি শাড়ি দেখিয়ে ছিলেন অভিনেত্রী৷ শাড়িটি বাংলাদেশের বলে উল্লেখ করেন। যদিও অনেকের দাবি, সুদীপা অনেক বেশি দাম নিচ্ছেন৷