TRENDING:

Sudipa Chatterjee: ‘প্রথমে শাড়ি, তারপর গয়না, আর এখন ফুড ভ্লগিং’, ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে রান্নাঘরের সুদীপা

Last Updated:

তবে সম্প্রতি একটি ফাস্ট ফুডের দোকানের খোঁজ দিয়ে ট্রোলের মুখে রান্নাঘর খ্যাত সুদীপা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজো আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ আর পুজোর সময় প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঠাকুর দেখার পাশাপাশি চলবে পেট পুজো৷ ভাল খাবার কোথায় পাওয়া যাচ্ছে সেই সন্ধান জানতে সকলেই উৎসাহী৷ তবে সম্প্রতি একটি ফাস্ট ফুডের দোকানের খোঁজ দিয়ে ট্রোলের মুখে রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ‍্যায়।
‘প্রথমে শাড়ি, তারপর গয়না, আর এখন ফুড ভ্লগিং’, ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে রান্নাঘরের সুদীপা
‘প্রথমে শাড়ি, তারপর গয়না, আর এখন ফুড ভ্লগিং’, ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে রান্নাঘরের সুদীপা
advertisement

সম্প্রতি একটি চপ কাটলেটের দোকানের কথা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সুদীপা। তিনি চপ কাটলেটের ওই বিশেষ দোকানের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে সুদীপা বলেন, ‘দুর্গা পুজোয় প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি, খুব দরকার হয় চপ-কাটলেটের এক দারুণ ঠিকানার’। ভিডিওতে দোকানের খাওয়ারের বেশ প্রশংসা করেন সুদীপা। তবে এই কাজ করেই কটাক্ষের মুখে পড়েছেন সুদীপা৷

advertisement

আরও পড়ুন: মা হতে চলেছেন সুগন্ধা, সমুদ্রসৈকতে স্বামীর সঙ্গে ছবি দিলেন কমেডিয়ান, স্পষ্ট বেবি বাম্প

ভিডিওর কমেন্টে একজন লেখেন,‘‘প্রথমে শাড়ি, তারপর গয়না। আর এখন ফুড ভ্লগিং। সাধারণ মানুষ কী করবে তাহলে। আর কী কী বাকি আছে লিস্ট করে দেব নাকি। সুবিধে হবে।’’ এক ব্যক্তি লিখেছেন, ‘অভিনয়, শাড়ির দোকান ছেড়ে এবার কি ফুড ভ্লগিংয়ের কাজ শুরু করছেন?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুদিন আগেই এক বিক্রির পোস্টও তুমুল ভাইরাল হয়৷ ১ লাখ টাকা দামের ঢাকাই জামদানি শাড়ি দেখিয়ে ছিলেন অভিনেত্রী৷ শাড়িটি বাংলাদেশের বলে উল্লেখ করেন। যদিও অনেকের দাবি, সুদীপা অনেক বেশি দাম নিচ্ছেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: ‘প্রথমে শাড়ি, তারপর গয়না, আর এখন ফুড ভ্লগিং’, ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে রান্নাঘরের সুদীপা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল