TRENDING:

Sudha Chandran: বিমানবন্দরে সবসময়ে কৃত্রিম পা খুলতে বলা হয় তাঁকে ! প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন সুধা চন্দ্রন

Last Updated:

Sudha Chandran says airport officials ask her ‘to remove artificial limb: সুধা চন্দ্রনের মতে প্রবীন নাগরিকদের জন্য যেমন আলাদা বিশেষ কার্ডের ব্যবস্থা থাকে, তাহলে সেটা কৃত্রিম অঙ্গ ব্যবহারকারীদের ক্ষেত্রেও থাকাটা প্রয়োজনীয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিমানযাত্রা করা তাঁর কাছে বড়ই কঠিন ৷ আর তার কারণ বিমানবন্দরের কিছু নিয়ম এবং কর্মীরা ৷ হ্যাঁ, বিখ্যাত নৃত্যশিল্পী এবং অভিনেত্রী সুধা চন্দ্রন (Sudha Chandran) সম্প্রতি এই অভিযোগই একটি ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ৷ নিজের পোস্টে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ৷ সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই অভিযোগ জানিয়েছেন তিনি ৷ জানতে চেয়েছেন, এই নিয়ম কি অত্যন্ত জরুরী ?
Photo: Instagram
Photo: Instagram
advertisement

আরও পড়ুন- কম বাজেটে তিন ব্যবসা, মাসিক লাভ লাখ টাকারও বেশি, কী ভাবে শুরু করবেন?

সুধা চন্দ্রনের মতে প্রবীন নাগরিকদের জন্য যেমন আলাদা বিশেষ কার্ডের ব্যবস্থা থাকে, তাহলে সেটা কৃত্রিম অঙ্গ ব্যবহারকারীদের ক্ষেত্রেও থাকাটা প্রয়োজনীয় ৷

দুর্ঘটনায় পা হারানোর পর কৃত্রিম পা নিয়েই নাচ চালিয়ে গিয়েছেন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী সুধা ৷ টিভির পর্দাতেও তিনি অত্যন্ত পরিচিত মুখ ৷ কিন্তু জনপ্রিয় এই নৃত্যশিল্পীকেই বিমানে সফর করার সময় প্রতিবার হেনস্থার শিকার হতে হয় ৷

advertisement

আরও পড়ুন- ‘ড্রাইভারলেস বাইক’ ! চালকের আসনে নয়, পিছনে বসেই দিব্যি চলছে সেটি, আনন্দ মাহিন্দ্রা শেয়ার করলেন ভাইরাল ভিডিও

সুধা চন্দ্রন জানান, যখনই তিনি বিমানবন্দরে যান, তখন প্রতিবারই তাঁকে সিক্যুরিটি চেকিংয়ের সময় কৃত্রিম পা খুলতে বলা হয় ৷ যা অত্যন্ত সময়সাপেক্ষ এবং ঝুঁকির কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর আর্জি, এই নিয়ম যাতে শিথিল করা হয় ৷ এবং আগামী দিনে এরকম অবস্থার মুখে যেন তাঁকে আর পড়তে না হয় কোনও বিমানবন্দরে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudha Chandran: বিমানবন্দরে সবসময়ে কৃত্রিম পা খুলতে বলা হয় তাঁকে ! প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন সুধা চন্দ্রন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল