আরও পড়ুন- কম বাজেটে তিন ব্যবসা, মাসিক লাভ লাখ টাকারও বেশি, কী ভাবে শুরু করবেন?
সুধা চন্দ্রনের মতে প্রবীন নাগরিকদের জন্য যেমন আলাদা বিশেষ কার্ডের ব্যবস্থা থাকে, তাহলে সেটা কৃত্রিম অঙ্গ ব্যবহারকারীদের ক্ষেত্রেও থাকাটা প্রয়োজনীয় ৷
দুর্ঘটনায় পা হারানোর পর কৃত্রিম পা নিয়েই নাচ চালিয়ে গিয়েছেন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী সুধা ৷ টিভির পর্দাতেও তিনি অত্যন্ত পরিচিত মুখ ৷ কিন্তু জনপ্রিয় এই নৃত্যশিল্পীকেই বিমানে সফর করার সময় প্রতিবার হেনস্থার শিকার হতে হয় ৷
সুধা চন্দ্রন জানান, যখনই তিনি বিমানবন্দরে যান, তখন প্রতিবারই তাঁকে সিক্যুরিটি চেকিংয়ের সময় কৃত্রিম পা খুলতে বলা হয় ৷ যা অত্যন্ত সময়সাপেক্ষ এবং ঝুঁকির কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর আর্জি, এই নিয়ম যাতে শিথিল করা হয় ৷ এবং আগামী দিনে এরকম অবস্থার মুখে যেন তাঁকে আর পড়তে না হয় কোনও বিমানবন্দরে ৷