শুভশ্রী সোশ্যাল মাধ্যমে বেশ অ্যাক্টিভ। বিশেষ করে ইনস্টাগ্রামে। মাঝে মধ্যেই নিজের জীবনের নানা মুহূর্ত তিনি শেয়ার করেন। কখনও দেখা যায় ফটোশ্যুটের ছবি। আবার কখনও ছোট্ট ইউভানের মিষ্টি ভিডিও। এই সব পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। সম্প্রতি শুভশ্রীর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটি শুভশ্রীর ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিও দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন! শেষে কিনা আইসক্রিম ওয়ালার সঙ্গে মারপিট শুরু করলেন তিনি।
advertisement
আরও পড়ুন: হাজার হাজার চাকরি প্রার্থী! এদিকে স্কুলে প্রধান শিক্ষক ছাড়া আর কোনও টিচার নেই!
মজার আইসক্রিমের ভিডিও প্রায় দেখতে পাওয়া যায়। সেখানে আইসক্রিম বিক্রতা কনে কিউব ভরে কিছুতেই যেন দিতে চান না বিক্রেতার হাতে। যতবার ধরতে যায় ক্রেতা ততবার বিক্রেতা নানা মজা করেন। তবে শুভশ্রীর সঙ্গে মজা করতে গিয়ে বেকায়দায় পড়লেন এক আইসক্রিম ওয়ালা। যেই না শুভশ্রীর দিকে আইসক্রিম এগিয়ে দিলেন ওই বিক্রেতা ওমনি মজার কাণ্ড ঘটালেন শুভশ্রী! সোজা কাড়াকাড়ি শুরু করে দিলেন। দু'হাতে ধরে কেড়ে খেয়ে নিলেন আইসক্রিম। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ এই ভিডিও দেখে নায়িকার প্রশংসা করেছেন।