দীপিকা ও রণবীর তাঁদের প্রথম সন্তান দুয়া-কে স্বাগত জানিয়েছিলেন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। তারপর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দুয়া-র প্রথম ঝলকের জন্য।
উৎসবের রাত আতসবাজি, সেলফিতে মজে…ট্রেনের হর্ন শুনতে পেল না কেউ! পিষে গেল ৬১ প্রাণ!
advertisement
দীপাবলির ছবিতে পরিবারের উষ্ণতা
ছবিগুলিতে দীপিকা ও রণবীর দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত। রণবীর পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা ও ম্যাচিং কোট, সঙ্গে গলায় অলঙ্কার। দীপিকা পরেছিলেন লাল রঙের স্যুট, সঙ্গে ভারী গয়না ও কোমল হাসি।
দুয়া মায়ের মতোই লাল পোশাক পরে মিষ্টি হাসিতে মাতিয়ে দিয়েছে সবাইকে। এক ছবিতে দেখা যায়, দীপিকা কোলে দুয়া-কে নিয়ে দাঁড়িয়ে, পাশে রণবীর আলতোভাবে তাঁদের দু’জনকে জড়িয়ে ধরেছেন।
শেষ ছবিতে দেখা গিয়েছে দীপিকা ও ছোট্ট দুয়া একসঙ্গে দীপাবলি পূজা করছেন।
পোস্টের ক্যাপশনে দীপিকা লিখেছেন — “दीपावली की हार्दिक शुभकामनाएँ।”
ভক্তদের উচ্ছ্বাস, তারকাদের ভালোবাসা
ছবিগুলি প্রকাশ হতেই ভরে গিয়েছে মন্তব্যে। অভিনেত্রী হান্সিকা মোটওয়ানি লিখেছেন, “So cute!”
রাজকুমার রাও মন্তব্য করেছেন, “So cute. God bless you guys.”
অনন্যা পাণ্ডে লিখেছেন, “Oh my god,” আর রিয়া কাপুরও লিখেছেন, “So cute.”
ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস তুঙ্গে — দুয়া-র হাসি, চোখ আর দীপিকার কোলে তাঁর প্রথম উপস্থিতি যেন এক ঝলক সুখের আলোয় ভাসিয়ে দিয়েছে গোটা ইন্টারনেটকে।
ভালোবাসার গল্প থেকে পরিবার গড়া
দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয় ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে থাকার পর তাঁরা গোপনে বাগদান করেন ২০১৫ সালে, এবং অবশেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে দুই সংস্কৃতির মিলনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন — দীপিকার কোকণী ও রণবীরের সিন্ধি রীতিতে।
এখন, তাঁদের জীবনের নতুন অধ্যায়—দুয়া। দীপাবলির আলোয় ছোট্ট দুয়া-র মুখ যেন এক প্রতীক — ভালোবাসার পূর্ণতা।