কিন্তু শেষ পর্যন্ত সমস্ত বিতর্কে জল ঢাললেন অভিনেতা ৷ মঙ্গলবার সকালে নিজের ট্যুইটারে একটি পোস্ট করে বিষয়টি নিয়ে মুখ খুললেন ইমরান৷ ট্যুইটারে অভিনেতা জানান, কাশ্মীরের মানুষের কাছে অভ্যর্থনা পেয়েছেন তিনি ৷
আরও পড়ুন : বিচ্ছেদের পরেই অবসাদ, আত্মঘাতী অভিনেত্রী, মিলল ঝুলন্ত দেহ
শুধু তাই নয় শ্রীনগর ও পহেল গাঁওয়ে শ্যুটিং করতে পেরে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন এবং তাঁর পাথরের আঘাতে জখম হওয়ার খবরটি সম্পূর্ণ ভুল ৷ ট্যুইটারে বিষয়টি নিয়ে মুখ খুলে সমস্ত জল্পনার অবসান করেন ইমরান ৷
advertisement
আরও পড়ুন : দেব, প্রসেনজিৎকে চ্যালেঞ্জ বং-গাইয়ের! পাল্টা জবাব বাংলার দুই সুপারস্টারের
নতুন ছবি "গ্রাউন্ড জিরো"র শ্যুটিং করতেই কাশ্মীরে গিয়েছিলেন ইমরান ৷ প্রায় ১৪ দিন ছবির শ্যুটিং-এ কাশ্মীরে ছিলেন অভিনেতা ৷ ছবিতে তার সঙ্গে দেখা যাবে তামহানকর ও জোয়া হুসেনকে ৷ সম্প্রতি "টাইগার থ্রি" ও "সেলফি" ছবিতেও দেখা যাবে তাঁকে ৷