২০০০ সালে একটি তামিল ছবি দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন মাধবন। এর পরের বছরেই রেহনা হ্যায় তেরে দিলমে (Rehnaa Hai Terre Dil Mein) ছবি দিয়ে বলিউডে প্রবেশ করেন তিনি। এর পরেও রঙ দে বসন্তী (Rang De Basanti), থ্রি ইডিয়টস (3 Idiots), তনু ওয়েডস মনু (Tanu Weds Manu) ফ্র্যাঞ্চাইজির মতো অনেক বাণিজ্যসফল ছবি তিনি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে মাধবনের তামিল ছবি মারা (Maara)।
advertisement
অভিনেতার মুম্বইয়ের বাড়ি তারিফ করার মতো। Instagram-এ প্রায়ই নিজের বাড়ির ছবি দিয়ে থাকেন তিনি। ছেলে বেদান্ত ও স্ত্রী সারিকা বিরজে ছাড়াও আরও অনেক সদস্য আছেন তাঁর বাড়িতে। অন্যান্য অভিনেতার মতো একই শহরে আলাদা বাড়িতে নয়, মাধবনের বাবা মাও একই বাড়িতে তাঁর সঙ্গে থাকেন। রয়েছে অভিনেতার পোষা কুকুর ও পাখি অ্যাশলি।
আজ তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একবার উঁকি দেওয়া যাক বাড়ির অন্দরমহলে।
বাড়ির ভিতরে ঢুকলে বুঝতে অসুবিধা হয় না যে এই বাড়ির অন্দরসজ্জা যিনি করেছেন তিনি ঐতিহ্য এবং আধুনিকতা দু'টোকেই সমান গুরুত্ব দেন। যেমন ছিমছাম লিভিং রুম সাজানো হয়েছে অ্যানটিক জিনিসপত্র দিয়ে। যার মধ্যে সবচেয়ে বেশি চোখ টানে একটি তাঞ্জোর পেন্টিং।
আবার বাড়ির অন্যান্য অংশে পাওয়া যাচ্ছে আধুনিকতার ছোঁওয়া। ব্রাস আর কাঠের মিশ্রণে রয়েছে দু'টি সোফা সেট। টেরেস ব্যালকনির পাশে রয়েছে একটি লম্বা ডাইনিং টেবিল এবং লিভিং রুমের অন্য পাশে আছে একটি পুল টেবিল।
মাধবনের বেডরুমে জিনিসপত্রের আধিক্য নেই। বরং প্রশংসা করার মতো এই ঘরের লাগোয়া কিচেন গার্ডেন। যেখানে নানা রকমের অরগ্যানিক সবজি ফলিয়েছেন তিনি। এই বাগান বাড়ির অন্যান্য অংশেও রয়েছে।
তাঁর টেরেস ব্যালকনি এই কিচেন গার্ডেনের একটি অংশ। একটি কালো পাথরের বুদ্ধমূর্তির আশেপাশে অনেক গাছ লাগিয়েছেন মাধবন। এখানে থেকে অঞ্চলের অন্যান্য অংশও সুন্দর দেখা যায়।