মঙ্গলবারই আর্টিস্টস ফোরামের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, নিজেদের অবস্থান থেকে সরবেন না তাঁরা। তবে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও দু-পক্ষেরই দাবি, শুটিং বন্ধ রেখেছে অপর পক্ষ। ফলে সবে মিলে বুধবারও আলো জ্বলল না টালিগঞ্জের কোনও সিরিয়ালের সেটেই। দু-দিন ধরে বহু চাপানউতোরের পর বুধবার মুখে কুলুপ দু'পক্ষেরই।
সিরিয়ালের অভিনেতাদের অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি প্রযোজকরা। তবে ফিল্মের শুটিংয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন জটিলতা। ইমপার বক্তব্য অনুযায়ী ২০১৭ সালে প্রযোজকদের সঙ্গে হওয়া বৈঠকের পরেই এক লাফে পঁয়তাল্লিশ শতাংশ পারিশ্রমিক বেড়েছিল টেকনিশিয়ানদের।
advertisement
টেলি দুনিয়ার টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার ছবি নিয়ে বৈঠকে বসে ইমপা। আর সেখানেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। বৈঠকে ওই মউ নিয়ে প্রশ্ন তোলা হয় প্রযোজকদের তরফে। মউ স্বাক্ষর এখনও বাকি। বুঝতে পেরেই জানিয়ে দেওয়া হয়, সাতদিনের মধ্যে মউ সই নাহলে বন্ধ করে দেওয়া হবে ছবির শুটিং।
প্রশ্ন ১
১ বছরেরও বেশি সময় ৪৫ শতাংশ বেশি পারিশ্রমিক দেওয়া হল কলাকুশলীদের। প্রযোজকেরা না জেনেই এত বেশি অংকের টাকা দিলেন তাঁদের?
প্রশ্ন ২
যে বৈঠকে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল, সেখানে মউ তৈরি হল না কেন? মিনিটস অফ দ্য মিটিংয়ে প্রযোজক অথবা কলাকুশলীদের তরফে কারও সই নেই কেন?
প্রশ্ন ৩
টেলি দুনিয়ার টানাপোড়েনের মাঝে হঠাৎ এই প্রশ্ন কেন তুললেন প্রযোজকরা?
সিরিয়াল জট কাটাতে হস্তক্ষেপ করছে তথ্য ও সংস্কৃতি দফতর। বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমির ডাকে টেকনিশিয়ান স্টুডিওয় বসছে ত্রিপাক্ষিক বৈঠক। আর্টিস্টস ফোরাম ও প্রযোজকদের সঙ্গে বৈঠকে থাকছেন টেলি অ্যাকিডেমির পক্ষে মন্ত্রী অরূপ বিশ্বাস, শ্রীকান্ত মোহতা। সেই বৈঠকে সমাধানসূত্র মিললে ভাল। তা না হলে ছোট, বড় দুই পর্দাতেই যে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হবে সেবিষয়ে সন্দেহ নেই। তাই সব পক্ষই এখন তাকিয়ে বৃহস্পতিবারের বৈঠকের দিকে।