এর আগে খবর পাওয়া যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও বলেন, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন অবিলম্বে কোভিড পরীক্ষা করিয়ে নেন। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোভিড পজিটিভ হওয়ার খবর আসে। যদিও তিনি ওমিক্রনে আক্রান্ত হননি। শনিবার রাতে জানা যায়, সৌরভ ডেল্টা প্লাস প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
advertisement
অন্য দিকে, শেষ ২৪ ঘণ্টার থেকে আরও এক হাজার বেড়ে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের পরিমাণ। আগের ২৪ ঘণ্টার রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪৫১, শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে সেই দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫১২। বেড়ে কলকাতায় দৈনিক সংক্রমিতের সংখ্যাও। আগের ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৫৪, সেটাই শনিবারের হিসাবে বেড়ে হয়েছে ২ হাজার ৩৯৮। অর্থাৎ এক কথায় আক্রান্তের সংখ্যা বেড়েছে লাফিয়ে।
আরও পড়ুন - করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, ভর্তি হাসপাতালে
শেষ ২৪ ঘণ্টায় চার হাজারের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে ৪ হাজার ৫১২-তে। এর ফলে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সংক্রমণের হারও। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৫৪২ জনের। তার মধ্যেই সাড়ে চার হাজার আক্রান্ত হওয়ায় সংক্রমণের হার পৌঁছে গিয়েছে ১২.০২ শতাংশে। এই সময়ের মধ্যে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৯ জনের। এর ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৩-এ।