TRENDING:

‘তুমি আমাকে ধ্বংস করবে?’, ইনস্টাগ্রামে মিম শেয়ার করলেন শ্রাবন্তীর স্বামী রোশন

Last Updated:

একদিকে শ্রাবন্তী আর অন্যদিকে শ্রাবন্তীর স্বামী রোশন সিং ৷ দু’জনের ইনস্টাগ্রাম পোস্টের দিকে এখন নজর সবার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একদিকে শ্রাবন্তী আর অন্যদিকে শ্রাবন্তীর স্বামী রোশন সিং ৷ দু’জনের ইনস্টাগ্রাম পোস্টের দিকে এখন নজর সবার ৷ আর তা নিয়েই বাড়ছে জল্পনা ৷ সবার মনে একটাই প্রশ্ন শ্রাবন্তী কেন তৃতীয়বার সংসার ভাঙতে চলেছেন? কীই বা এমন হলো, যে কারণে শ্রাবন্তী ও রোশন একসঙ্গে আজকাল থাকছেন না !
advertisement

তবে সব কিছুই স্পেকুলেশন ৷ কারণ, এই গুঞ্জন নিয়ে এখনও স্পষ্টভাবে মুখ খোলেননি কেউ-ই ৷ যতটুকু বলেছেন তা অবশ্য বলেছেন রোশনই ! যে তাঁরা দু’জনে দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকছেন ৷

তবে এত সবের মাঝে সম্প্রতি রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ৷ ছবিতে দিয়ে দেন তারিখও ৷ ছবিতে দেখা যাচ্ছে, এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ নেটিজেনরা বলছে, তাহলে কি সব কিছু থেকে ব্রেক নিয়ে কিছুদিন পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোশন ! রোশন অবশ্য এ ব্যাপারে স্পিক টু নট ৷

advertisement

আর এবার তো সোজা একটি মিম নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন রোশন ৷ যেখানে লেখা ‘উইল ইউ ডেসট্রয় মাই লাইফ?’

এই মিম দেখে অবশ্য নেটিজেনরা আন্দাজ করতে পারছেন, রোশনের ইঙ্গিত কোন দিকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

অন্যদিকে শ্রাবন্তীও মক্ষম এক ইনস্টাগ্রাম পোস্ট করেছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তুমি আমাকে ধ্বংস করবে?’, ইনস্টাগ্রামে মিম শেয়ার করলেন শ্রাবন্তীর স্বামী রোশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল