তবে সব কিছুই স্পেকুলেশন ৷ কারণ, এই গুঞ্জন নিয়ে এখনও স্পষ্টভাবে মুখ খোলেননি কেউ-ই ৷ যতটুকু বলেছেন তা অবশ্য বলেছেন রোশনই ! যে তাঁরা দু’জনে দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকছেন ৷
তবে এত সবের মাঝে রোশন কিন্তু তাঁর ইনস্টাগ্রামে প্রায় রোজই ছবি পোস্ট করতে থাকেন ৷ কখনও বনন্ধু-বান্ধবী, ফ্যামিলির সঙ্গে পার্টির ছবি, কখনও পেশি ফুলিয়ে জিমের ছবি ৷ কিছুদিন আগে তো, এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি৷ নেটিজেনরা সেই ছবি দেখে বলেছে, তাহলে কি সব কিছু থেকে ব্রেক নিয়ে কিছুদিন পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রোশন ! রোশন অবশ্য এ ব্যাপারে স্পিক টু নট ৷
আর এবার রোশন তাঁর ইনস্টাগ্রামে আপলোড করে বসলেন নতুন এক ভিডিও, যেখানে রোশন একটি রিল বানিয়েছেন, সেখানে রীতমতো অভিনেতার কায়দাতেই প্রেমে পড়ে তাঁর হাল-হকিকত বিস্তারিত জানাচ্ছেন তিনি ৷ তবে এই ভিডিও পোস্ট করে রোশন কিন্তু লিখেছেন, এই ভিডিওটি একেবারেই মজার জন্য তৈরি করা হয়েছে ৷ তবুও নেটিজেনরা এই মজার মধ্যে দিয়ে শ্রাবন্তীকে ছেড়ে রোশনের বর্তমান অবস্থার ইঙ্গিতই পাচ্ছেন ৷