বুধবার ইনস্টাগ্রামে স্মিতার সঙ্গে একটি ছবি দিয়েছেন শ্রাবন্তী। ওয়েস্টার্ন পোশাকে লেন্সবন্দি হয়েছেন তাঁরা। ছবিটি দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'বোনেরা'। এর সঙ্গেই লাল রঙের একটি হৃদয় ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
দুই বোনকে একসঙ্গে দেখে মুগ্ধ শ্রাবন্তীর অনুরাগীরা। অনেকেই বলছেন, সৌন্দর্যের নিরিখে অভিনেত্রীকে টক্কর দিতে পারেন তাঁর দিদি।
আরও পড়ুন : এখনও শৈশবের ‘তোপসে’-ই প্রিয় শাশ্বত চট্টোপাধ্যায়ের, আর কী কী বললেন?
আরও পড়ুন : টপাটপ তো মুখে তোলেন নলেন গুড়ের রসগোল্লা! কিন্তু কীভাবে এই গুড় তৈরি হয়? জেনে নিন
২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষের সঙ্গে বিয়ে হয় মিতার। টলিউডে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন সুজয়। তাঁকে দেখা গিয়েছে 'মজনু', ১০০% লাভ'-এর মতো একাধিক ছবিতে।
বোন এবং স্বামীর পথে হেঁটে স্মিতাও অভিনয় জগতে পা রেখেছিলেন। কিন্তু টলিউডে তিনি পরিচিত মুখ নন। গত বছর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্মিতা।