TRENDING:

দু'দিন ব্যপী বিরাট অনুষ্ঠান! কলকাতার আইসিসিআর-এ বিশেষ ওডিসি নৃত্যানুষ্ঠান 'শ্রদ্ধাঞ্জলি'

Last Updated:

ওডিসি নৃত্যশিল্পী তথা নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র এবং শ্রীমতি সংযুক্তা পানিগ্রাহীকে শ্রদ্ধা জানিয়ে কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে দুদিন ব্যাপী আয়োজিত হল বিশেষ নৃত্যানুষ্ঠান 'শ্রদ্ধাঞ্জলি'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওডিসি নৃত্যশিল্পী তথা নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র এবং শ্রীমতি সংযুক্তা পানিগ্রাহীকে শ্রদ্ধা জানিয়ে কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে দুদিন ব্যাপী আয়োজিত হল বিশেষ নৃত্যানুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি’। ওডিসি ড্যান্সার্স ফোরাম কলকাতার  উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement

সংস্থার সহ সচীব রাজীব ভট্টাচার্য্য সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন। মহাপ্রভু জগন্নাথ দেবকে পুস্পাঞ্জলির দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গুরু রতিকান্ত মহাপাত্র। এদিনের অনুষ্ঠানে তমাল দাসকে পরম্পরা সম্মানে ভূষিত করা হয়। এদিন নৃত্য পরিবেশনের মাধ্যমে সবাইকে মন্ত্র মুগ্ধ করেন তমাল দাস।

আরও পড়ুন: ‘বিগ বস’ করেই কোটি কোটি আয়! এই তারকার ‘না’-ই আরও ধনী করে সলমনকে

advertisement

পাশাপাশি মনিপুরী নৃত্য পরিবেশন করেন পৌষালি চট্টপাধ্যায় এবং তার গ্রুপ নান্দনিক মুভমেন্ট এন্ড আর্ট। ভারতনাট্যম উপস্থাপনা করে শ্রী রাজদীপ বন্দ্যোপাধ্যায় ও দল পরম্পরা। রামায়ণের মন্থরার ওপর আধারিত ওডিসি নৃত্য পরিবেশন করেন রাজশ্রী প্রহরাজ।

আরও পড়ুন: অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অভিতাভ! তাও প্রথম দিনই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ঘূমার’, ছবির কালেকশন আপনাকে হতাশ করবে 

advertisement

শ্রী সন্দ্বীপ  মল্লিকের নির্দেশনায় সোনারপুর নন্দম উপস্থাপনা করে ‘পূর্ণতা’। ওডিসি এবং ভারতনাট্যমের যুগলবন্দী উপস্থাপনা করেন রাজা দত্ত এবং নীলাঞ্জনা মুখার্জী। শেষে মঞ্চস্থ হয় মার্গ নাট্য। দ্বিতীয় দিনে প্রধান অতিথি রূপে উপস্থিত উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী শ্ৰীমতী  থানকুমনি কুট্টি। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিসিআর এর রিজিওনাল ডিরেক্টর মীনাক্ষী মিশ্র।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দু'দিন ব্যপী বিরাট অনুষ্ঠান! কলকাতার আইসিসিআর-এ বিশেষ ওডিসি নৃত্যানুষ্ঠান 'শ্রদ্ধাঞ্জলি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল