সংস্থার সহ সচীব রাজীব ভট্টাচার্য্য সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন। মহাপ্রভু জগন্নাথ দেবকে পুস্পাঞ্জলির দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গুরু রতিকান্ত মহাপাত্র। এদিনের অনুষ্ঠানে তমাল দাসকে পরম্পরা সম্মানে ভূষিত করা হয়। এদিন নৃত্য পরিবেশনের মাধ্যমে সবাইকে মন্ত্র মুগ্ধ করেন তমাল দাস।
আরও পড়ুন: ‘বিগ বস’ করেই কোটি কোটি আয়! এই তারকার ‘না’-ই আরও ধনী করে সলমনকে
advertisement
পাশাপাশি মনিপুরী নৃত্য পরিবেশন করেন পৌষালি চট্টপাধ্যায় এবং তার গ্রুপ নান্দনিক মুভমেন্ট এন্ড আর্ট। ভারতনাট্যম উপস্থাপনা করে শ্রী রাজদীপ বন্দ্যোপাধ্যায় ও দল পরম্পরা। রামায়ণের মন্থরার ওপর আধারিত ওডিসি নৃত্য পরিবেশন করেন রাজশ্রী প্রহরাজ।
শ্রী সন্দ্বীপ মল্লিকের নির্দেশনায় সোনারপুর নন্দম উপস্থাপনা করে ‘পূর্ণতা’। ওডিসি এবং ভারতনাট্যমের যুগলবন্দী উপস্থাপনা করেন রাজা দত্ত এবং নীলাঞ্জনা মুখার্জী। শেষে মঞ্চস্থ হয় মার্গ নাট্য। দ্বিতীয় দিনে প্রধান অতিথি রূপে উপস্থিত উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী শ্ৰীমতী থানকুমনি কুট্টি। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিসিআর এর রিজিওনাল ডিরেক্টর মীনাক্ষী মিশ্র।