TRENDING:

রথের আগে মুক্তি পেল মমতার মন্ত্রিসভার এই মন্ত্রীর গান, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুক্তি পেল রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকার পরিচালিত ‘আবার বসন্ত বিলাপ’৷ নিপাট হাসির ছবি ৷ ক্লান্তিকর, ঘ্যানঘ্যানে জীবনে এক্কেবারে দখিনা বাতাস ৷ এই ছবিতে চমকে যাওয়ার উপাদানও কিছু কম নেই ৷ আর সেই তালিকার এক্কেবারে প্রথমে রয়েছে এ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গাওয়া গান ৷ ‘আবার বসন্ত বিলাপ’-এ রয়েছে মন্ত্রীমশাইয়ের গাওয়া একটা চমৎকার গান ৷
advertisement

শোভন চট্টোপাধ্যায় ৷ ছবি: অ্যাডভার্ব ৷

এই বংলা ছবিটি মুক্তি পেয়েছে আজ ১৩ জুলাই ৷ তার ঠিক একদিন আগে মুক্তি পেয়েছে শোভনবাবুর গাওয়া গান, ‘হাসছি আমি হাসছো তুমি ’৷ আসলে শোভনবাবুর বাড়িতেও বরাবরই গানের চর্চা হয়ে আসছে ৷ সে রবীন্দ্রজয়ন্তী হোক কিংবা হোলি, সবেতেই অংশ নেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এবার একটি বাংলা ছবিতে গান গাইলেন মন্ত্রীমশাই ৷

advertisement

কেমন লাগল এই নতুন অভিজ্ঞতা ?

হেসে শোভনবাবু জানালেন, ‘‘এই সিনেমার পরিচালকদ্বয় রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের বিশেষ অনুরোধে একটি কীর্ত্তনমুখী গান করেছি। যদিও আমি ছোটবেলা থেকে গানবাজনা, নাটক, গান লেখা এ সব করতে ভালোবাসতাম, বহুবছর আগে আমি ট্রেড ইউনিয়ন নেতা ভুমিকায় একটি টিভি সিরিয়ালের জন্য গান গেয়েছিলাম তবে তখন চর্চা ছিল ,রিহার্শালে করাতাম,গলা আরও ভাল ছিল, তারপরও এবার ভালই লাগল।’’

advertisement

শুভদীপ দাশগুপ্তর সঙ্গীত পরিচালনায় এই গানের মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন মণীশ চক্রবর্তী। সব মিলিয়ে শোভনদেবের গাওয়া গান ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
রথের আগে মুক্তি পেল মমতার মন্ত্রিসভার এই মন্ত্রীর গান, দেখুন ভিডিও