TRENDING:

Park Soo Ryun Dies: মর্মান্তিক! সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন নায়িকা, মাত্র ২৯-এই জীবনাবসান, শোকে পাথর ভক্তরা

Last Updated:

Park Soo Ryun Dies: জেজু আইল্যান্ডের শো-এর আগে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই কোনও একটি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্ককে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জেজু আইল্যান্ড: প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পার্ক সু রিউ। মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ কোরিয়ার নায়িকা। বয়স মাত্র ২৯ বছর৷ জেজু আইল্যান্ডে গানের অনুষ্ঠান ছিল অভিনেত্রীর৷ তার ঠিক আগেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হল পার্কের।
প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পার্ক সু রিউ।
প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পার্ক সু রিউ।
advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জেজু আইল্যান্ডের শো-এর আগে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই কোনও একটি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্ককে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা ‘স্নোড্রপ’ খ্যাত নায়িকার ব্রেন ডেথের কথা ঘোষণা করেন।

advertisement

জানা গিয়েছে, নায়িকার বাবা-মা তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। পার্কের মা বলেছেন, ‘‘তার মস্তিষ্ক অচেতন। কিন্তু হার্ট কাজ করছে। এমন নিশ্চয়ই অনেকে আছেন যাঁদের অঙ্গের প্রয়োজন। তাই আমরা অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো অন্য কারও মধ্যে দিয়ে তাঁর হৃদস্পন্দন শোনা যাবে।’’

আরও পড়ুন: নিজের মাথায় সিঁদুর পরিয়ে নিজেকেই বিয়ে করেছিলেন, এবার বিবাহবার্ষিকী পালন করছেন যুবতী! দেখুন ছবি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১৮ সালে প্রথমবার ক্যামেরায় অভিনয়ে হাতেখড়ি তাঁর। ‘মিস্টার ডেসটিনি’, ‘দ্য ডেজ উই লাভড’, ‘সিদ্ধার্থ’-এর মতো ছবিতে কাজ করেছিলেন পার্ক। এই মুহূর্তে তাঁর দেহ শায়িত আছে গিয়নগি প্রভিসিয়াল মেডিক্যাল সেন্টারে। আগামী ১৩ জুন শোভাযাত্রা বেরবে তাঁর মরদেহ নিয়ে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Park Soo Ryun Dies: মর্মান্তিক! সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন নায়িকা, মাত্র ২৯-এই জীবনাবসান, শোকে পাথর ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল