TRENDING:

Allu Arjun: মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে বিপাকে অল্লু অর্জুন? পুলিশের সঙ্গেও তর্ক জোড়েন ‘পুষ্পা’

Last Updated:

এহেন তারকাও একসময় সমালোচিত হয়েছেন মদ‍্যপান করে গাড়ি চালানোর জন‍্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণের অন‍্যতম জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুন। ‘পুষ্পা’ তাঁকে দেশজোড়া খ‍্যাতি এনে দিয়েছে। তবে এহেন তারকাও একসময় সমালোচিত হয়েছেন মদ‍্যপান করে গাড়ি চালানোর জন‍্য।

মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে বিপাকে অল্লু অর্জুন! পুলিশের সঙ্গেও তর্ক জোড়েন ‘পুষ্পা’
মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে বিপাকে অল্লু অর্জুন! পুলিশের সঙ্গেও তর্ক জোড়েন ‘পুষ্পা’
advertisement

অল্লুর রক্তেই আছে অভিনয়। আদ‍্যপান্ত ফিল্মি পরিবেশে বড় হয়েছেন এই অভিনেতা। তাঁর বাবা অল্লু অরবিন্দ তেলুগু সিনেমার নামজাদা প্রযোজক। দাদু অল্লু রামালিঙ্গাইয়া ছিলেন বিখ‍্যাত কৌতুক অভিনেতা। পরিবারের বহু সদস‍্যই সিনেমার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: ‘বন্ধ করো এসব!’ বরের গালে চুমু খেয়েই কার ওপরে রাগ? পরিণীতির ভাইরাল ভিডিও দেখুন

advertisement

তবে অভিনয় নয়, ‘পুষ্পা’ খ‍্যাত এই অভিনেতা একমসয় খবরের শিরোনামে এসেছিলেন একেবারে অ‍ন‍্য কারণে। সংবাদমাধ‍্যমের খবর অনুযায়ী, ২০১৪ সালে একবার মত্ত অবস্থায় গাড়ি চালিয়েছিলেন অল্লু। হায়দরাবাদে গাড়ি চালানোর সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন কি না, তা পরীক্ষা করা নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে।

সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায়, ব্রিদিং অ‍্যানালাইজারে ফুঁ দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে ছিলেন অল্লু। সূত্রের খবর অনুযায়ী, ব্রিদিং অ‍্যানালাইজারে ফুঁ দিতে অস্বস্তি বোধ করেন অল্লু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরে এই বিষয়ে সোশ‍্যাল মিডিয়ার পাতায় নিজেই খোলসা করে বলেন  অভিনেতা। তাঁর কথায়, মিডিয়া ওই ভিডিও রেকর্ড করায় তাঁর কোনও আপত্তি ছিল না। তবে ভিডিওটিকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun: মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে বিপাকে অল্লু অর্জুন? পুলিশের সঙ্গেও তর্ক জোড়েন ‘পুষ্পা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল