খেলা শুরু হতে না হতেই অভিনেত্রীর বিয়ে নিয়েও আলোচনা শুরু হয়ে যায়৷ তারপরই নাচের প্রসঙ্গ উঠতেই সৌরভ জানান, আমি শুধু খেলতেই জানি, নাচটা ম্যাডামের ডিপার্টমেন্ট৷ তখনই ডোনার নাচের প্রশংসা করে সৌরভের একটি নাচের ভিডিও ফাঁস করে দেন সন্দীপ্তা৷ যেখানে লন্ডনের বাড়িতে উদ্দাম নাচতে দেখা গিয়েছে সৌরভকে৷ ভিডিও ফাঁস হতেই মেয়ের উপর দোষ চাপিয়ে দেন অভিনেতা৷
advertisement
আরও পড়ুন-নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
খেলা চলতে চলতেই সন্দীপ্তা হবু বরের সম্পর্কে জানতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়৷ অভিনেত্রীও জানান, সৌম্য মুখোপাধ্যায় হইচই-এর সিইও হিসাবে কর্মরত৷ এবং তাঁর বর যে সৌরভের বিরাট ফ্যান সে কথা জানান৷ এমনকী সৌরভ খেলা ছেড়ে দেওয়ার পর ক্রিকেট দেখা প্রায় বন্ধ করে দিয়েছে সৌম্য৷ হবু বরের জন্য স্পেশ্যাল মেসেজ লিখে দেওয়ার আবদার জানান নায়িকা৷ সৌরভও রাজি হয়ে যায় তবে শেষের লাইন না পড়ার অনুরোধ করেন৷ সৌরভের কথা শোনার পরই পুরো লেখা পড়েন এবং শেষের লাইন জোরে জোরে পড়েন৷ যেখানে লেখা-বউকে কন্ট্রোলে রাখবে৷ তবে সন্দীপ্তা চুপ না থেকে পাল্টা বলেন, কেউ কাউকে কন্ট্রোলে রাখবে না৷ নিজের বিয়েতেও দাদাকে থাকার আমন্ত্রণ জানান সন্দীপ্তা৷
বিয়ের একমাস আগে থেকেই কব্জি ডুবিয়ে আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন নায়িকা৷ কেনাকাটা থেকে বিয়ের আয়োজন সবটাই নিজের হাতে করছেন অভিনেত্রী?তবে একদিকে কাজের চাপ, অন্যদিকে বিয়ের চাপ, সব মিলিয়ে বেশ চাপেই রয়েছেন অভিনেত্রী৷ আগামী ডিসেম্বর মাসের ৭ তারিখে সাতপাকে ঘুরতে চলেছেন সন্দীপ্তা ও সৌম্য৷ তবে বিয়ের আসর কোথায় বসতে চলেছে তা এখনই খোলসা করতে চান না অভিনেত্রী৷