শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন পর্দার মিঠাই। তিনি লেখেন, ‘আমি দু’দিনের জন্য শ্যুট করব। ৩০ এবং ৩১ মে। চলতি মাসের শেষেই আমাদের ‘মিঠাই’-এর শ্যুট শেষ হবে।’
অর্থাৎ আর মাত্র তিন দিন। তার পরেই বন্ধ হবে এক সময়ে টানা টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক। অনেক আগেই সেরার মসনদ হারিয়েছিল ‘মিঠাই’। নামতে নামতে তালিকার একদম তলানিতে চলে এসেছিল। বাংলার একদা ‘টপার’-এর এ হেন পরিণতির কথা ভাবতে পারেননি অনেকেই।
advertisement
আরও পড়ুন: প্রথম সংসার ভেঙে চুরমার! আশিসের ২য় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন শাশুড়ি শকুন্তলা
আরও পড়ুন: কলকাতায় সারা আলি খান, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে খেলেন ফুচকা, চাখলেন মিষ্টি
তবে টিআরপি নিয়ে কখনওই আফসোস করেননি ‘মিঠাই’। এক সাক্ষাৎকারে তিনি নিউজ18 বাংলাকে তিনি বলেছিলেন, “একটি ধারাবাহিকই সব সময় সেরা হবে না। নতুনদেরও জায়গা করে দিতে হবে। তা হলেই আমরা এগিয়ে যেতে পারব।”
কয়েক দিন আগেই বেশ অসুস্থ পড়েন সৌমিতৃষা। তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তবে আপাতত ভাল আছেন তিনি। ধারাবাহিকের অন্তিম পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।