TRENDING:

Soumitrisha Kundu: কবে শেষ হচ্ছে 'মিঠাই'? একরাশ মন খারাপ নিয়ে দিনক্ষণ জানিয়ে দিলেন সৌমিতৃষা

Last Updated:

Soumitrisha Kundu: অনেক আগেই সেরার মসনদ হারিয়েছিল 'মিঠাই'। নামতে নামতে তালিকার একদম তলানিতে চলে এসেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জল্পনা চলছিল বহু দিন ধরেই। তার পর পড়ে শিলমোহরও। অবশেষে জানা গেল দিনক্ষণ। ফুরিয়েছে ‘মিঠাই’-এর গল্প। বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিক। কবে শেষ শ্যুটিং? অনুরাগীদের তা জানিয়ে দিলেন সৌমিতৃষা কুণ্ডু।
advertisement

শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন পর্দার মিঠাই। তিনি লেখেন, ‘আমি দু’দিনের জন্য শ্যুট করব। ৩০ এবং ৩১ মে। চলতি মাসের শেষেই আমাদের ‘মিঠাই’-এর শ্যুট শেষ হবে।’

অর্থাৎ আর মাত্র তিন দিন। তার পরেই বন্ধ হবে এক সময়ে টানা টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক। অনেক আগেই সেরার মসনদ হারিয়েছিল ‘মিঠাই’। নামতে নামতে তালিকার একদম তলানিতে চলে এসেছিল। বাংলার একদা ‘টপার’-এর এ হেন পরিণতির কথা ভাবতে পারেননি অনেকেই।

advertisement

আরও পড়ুন: প্রথম সংসার ভেঙে চুরমার! আশিসের ২য় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন শাশুড়ি শকুন্তলা

আরও পড়ুন: কলকাতায় সারা আলি খান, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে খেলেন ফুচকা, চাখলেন মিষ্টি

তবে টিআরপি নিয়ে কখনওই আফসোস করেননি ‘মিঠাই’। এক সাক্ষাৎকারে তিনি নিউজ18 বাংলাকে তিনি বলেছিলেন, “একটি ধারাবাহিকই সব সময় সেরা হবে না। নতুনদেরও জায়গা করে দিতে হবে। তা হলেই আমরা এগিয়ে যেতে পারব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

কয়েক দিন আগেই বেশ অসুস্থ পড়েন সৌমিতৃষা। তাঁকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তবে আপাতত ভাল আছেন তিনি। ধারাবাহিকের অন্তিম পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitrisha Kundu: কবে শেষ হচ্ছে 'মিঠাই'? একরাশ মন খারাপ নিয়ে দিনক্ষণ জানিয়ে দিলেন সৌমিতৃষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল