অনুরাগীদের শেয়ার করা তাঁর ছবি, তাঁকে নিয়ে বানানো ভিডিও সব কিছু অভিনেত্রী তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করে নেন। তবে এবারে যা করলেন, তা বিশেষ প্রশংসার দাবি রাখে। সৌমিতৃষার এক ফ্যান পেজের থেকে অভিনেত্রীর কাছে একটি ম্যাসেজ আসে ইনস্টাগ্রামে। তবে যিনি পাঠিয়ে ছিলেন তিনি উত্তরের আশা রেখে পাঠাননি। সেই অনুরাগীর বাবা কোমায়। তাই সে খুব ভেঙে পড়েছে, তাঁর মন একদম ভাল নেই। পাশাপাশি এই অনুরাগী তাঁর মাকেও হারিয়েছেন। সেই কথাই তিনি জানিয়েছিলেন অভিনেত্রীকে।
advertisement
আরও পড়ুন: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! ‘নিম ফুলের মধু’-র অনুরাগীদের মুখে হাসি
আর সেই ম্যাসেজের জবাব দেন সৌমিতৃষা। এই কঠিন সময়ে সশরীরে অনুরাগীর না থাকতে পারলেও ওই ম্যাসেজের উত্তর দেন তিনি। দূর থেকেই ভরসা দেন তাঁকে। সেই অনুরাগী সৌমিতৃষাকে ম্যাসেজ করেছিলেন, ‘দিদিভাই আমার বাবাই খুব অসুস্থ কোমাতে আছে। একটু আমার বাবাইয়ের জন্য প্রে করবে দিদিভাই, প্লিজ।’ জবাবে অভিনেত্রী লিখলেন, ‘অবশ্যই। বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থণা করব। বাবাই সুস্থ হয়ে যাবেন সোনা।’
আরও পড়ুন: টমেটোর দাম বাড়তেই মাথায় হাত সেলেবদের! একী করলেন শিল্পা থেকে উরফি!
এই উত্তর পেয়ে সেই অনুরাগী খুশিতো হয়েছে , পাশাপাশি পেয়েছে ভরসাও। তিনি লিখেছেন ‘তুমি যে প্রার্থণা করেছ এটাই অনেক গো। আসলে বাবাই আমার একমাত্র ভরসা। আমি তো খুব ছোট বয়সে মা-কে হারিয়েছি। বাবাইকে ছাড়া থাকার কথা কখনও ভাবিই নি।’ তাঁর ভক্তকে শান্ত করতে সৌমিতৃষা লিখছেন, ‘ভগবান বাবাইকে কেড়ে নেবেন না মা। ভগবানকে ডাকো রোজ। ঠিক হয়ে যাবে বাবা।’
তারকাদের এত ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যেও সময় বের করে ভরসা হাতটা বাড়িয়ে কজন দেয়। তাই সৌমিতৃষা এই কাজ করে আবারও মন জয় করে নিয়েছেন বলাই বাহুল্য। এর আগেও নানা চরিত্রে দেখা গেলেও মিঠাই রূপে সৌমিতৃষা সকলের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেতা দেবের আসন্ন ছবি ‘প্রধান’-এ তাঁকে মুখ্য চরিত্রে দেখা যাবে।