TRENDING:

Bela Shuru: ‘আপনার কাঁদিবার জন্য একটি বাটি!’ ‘বেলাশুরু’-র ডাবিং শেষে বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

Last Updated:

Bela Shuru: স্টুডিওতে ডাবিং পর্বের এই মুহূর্ত মঙ্গলবার সমাজমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক প্রযোজক শিবপ্রসাদ৷ তার পর এই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘‘যতটা দেখলেন কীরকম লাগল?’’ সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়৷ ‘বেলাশুরু’ ছবির ডাবিং শেষে৷ প্রশ্নের উত্তর এসেছিল রসবোধে সিঞ্চিত হয়েই৷ বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন ছবি দেখে লোকে কত কাঁদবে জানি না৷ তাঁদের বাটি দিতে হবে৷ তাঁর উত্তরে হেসে উঠেছিলেন পাশে দাঁড়ানো শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় দু’জনেই৷ স্টুডিওতে ডাবিং পর্বের এই মুহূর্ত মঙ্গলবার সমাজমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক প্রযোজক শিবপ্রসাদ৷ তার পর এই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে৷
advertisement

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বলা বাটির প্রসঙ্গে মজা করে নন্দিতা বলেন এ বার ছবির প্রেমিয়ারে তাঁরা একটি করে বাটি দেবেন৷ সৌমিত্রর সুরসিক পরামর্শ, টিকিটের সঙ্গে একটি করে বাটি দিতে হবে-‘‘আপনার কাঁদিবার জন্য একটি বাটি!’’ এ কথার পর একসঙ্গে হেসে উঠলেন দুই পরিচালক এবং অভিনেতা নিজে৷ সঙ্গে রয়েছে সৌমিত্রর কণ্ঠে ডাবিং-সংলাপের অংশ-‘‘আমি মানসিকভাবে বড় ক্লান্ত, বুড়ি৷’’ এক বার বলে পছন্দ না হওয়ায় আরও এক বার এই সংলাপ বলেন তিনি৷  ডাবিং পর্বে  হাসির রেশ যখন অনুরণিত হচ্ছে, তখন কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এই ছবি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তখন সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাবেন বহুদূরে৷

advertisement

জীবনসঙ্গীকে ভাল রাখার জন্য এক জন কত দূরত্ব পর্যন্ত যেতে পারেন? সেই যাত্রাপথ ধরেই এগিয়েছে ‘বেলাশুরু’৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত জুটির শেষ ছবি মুক্তি পাবে শুক্রবার, ২০ মে৷ ‘গোত্র’-র আড়াই বছর পর আবার প্রেক্ষাগৃহে আসতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের যুগলবন্দি৷ ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় ‘টাপা টিনি’, ‘সোহাগে আদরে’-সহ এখনও অবধি প্রকাশিত ছবির সব গান৷ বাকি গান-সহ ছবির মিউজিক লঞ্চ বৃহস্পতিবার, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে৷ শুক্রবার এ ছবির প্রেমিয়ার শো প্রদর্শিত হবে বিজলী প্রেক্ষাগৃহে৷

advertisement

আরও পড়ুন : অনীকের শ্রদ্ধার্ঘ্য নামেও ‘অপরাজিত’, কাজেও অপরাজিত! জিতুর অভিনয় অতুলনীয়

সেখানেও শূন্য রয়ে যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর আসন দু’টি৷ এ আক্ষেপ শিবপ্রসাদ ও নন্দিতার চিরসঙ্গী হয়েই থাকবে৷ এই জুটিকে দেখতে পারলেন না ‘বেলাশুরু’৷ তাঁদের মতো আরও এক জুটির অনুপস্থিতি শূন্যতা তৈরি করবে প্রতি মুহূর্তে৷ তাঁরা পবিত্রচিত্ত নন্দী এবং গীতা নন্দী৷ দমদমের এই দম্পতির জীবনের লড়াই নিয়েই ‘বেলাশুরু’ ছবির গল্প৷

advertisement

আরও পড়ুন : অতীতে একাধিক সম্পর্ক, প্রেম থিতু হতে পারতেন না পল্লবী, বলেন তাঁর মা

আরও পড়ুন : ছুটে গিয়ে কেক খাওয়ালেন মাকে, পল্লবীর শেষ জন্মদিনের মুহূর্তে নেটিজেনদের চোখে জল

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই
আরও দেখুন

এক বিরল অসুখের জন্য স্বামীকে আর চিনতে পারতেন না গীতাদেবী৷ তাঁরা দু’জনে এক সময় পাড়ি দিয়েছেন বিশ্বের বহু দেশে৷ সে সব স্মৃতির ফ্রেমবন্দি ছবি লাগানো থাকত বাড়ির একতলার একটি ঘরের দেওয়ালে৷ সেগুলি দেখিয়ে স্ত্রীর স্মৃতি ফেরানোর চেষ্টা করতেন চিত্তপ্রসাদ৷ তাঁর এই মরিয়া প্রয়াস হয়ে উঠেছিল চিকিৎসকদের ‘কেস স্টাডি’৷ এই দম্পতির কথা সংবাদপত্রে পড়ে ছবি তৈরির কথা ভাবেন শিবপ্রসাদ ও নন্দিতা৷ কিন্তু দীর্ঘ অতিমারি পর্বে সৌমিত্র, স্বাতীলেখার মতো না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পবিত্রচিত্ত এবং গীতাও৷ তাঁদের গল্প এ বার সেলুলয়েডবন্দি নতুন প্রহর শুরুর প্রতিশ্রুতি নিয়ে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bela Shuru: ‘আপনার কাঁদিবার জন্য একটি বাটি!’ ‘বেলাশুরু’-র ডাবিং শেষে বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল