TRENDING:

সোনু সুদই কি তাহলে নতুন ‘অ্যানিম্যাল’? অ্যাকশন থ্রিলারে সম্পূর্ণ অন্য এক অবতারে অভিনেতা; ‘ফতেহ’-র ট্রেলার দেখে আপ্লুত ভক্তরা

Last Updated:

এখানে সোনু সুদকে প্রাক্তন-স্পেশাল অপারেটিং অফিসারের ভূমিকায় দেখা যাবে। যাঁর কাজের ক্ষমতা দুর্ধর্ষ। অবশ্য সোনু সুদ অভিনীত চরিত্রটির একটি কালো অতীত রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অভিনেতা সোনু সুদ অভিনীত ‘ফতেহ’ ছবির ট্রেলার এসে গিয়েছে। আর সেই ট্রেলার দেখলেই মনে পড়ে যাবে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির কথা। সাইবার অপরাধের প্রেক্ষাপট নিয়ে আবর্তিত হচ্ছে গল্প। ডিজিটাল যুগের ছায়াতেই যেন ডুব দিয়েছে এই ছবি। এখানে সোনু সুদকে প্রাক্তন-স্পেশাল অপারেটিং অফিসারের ভূমিকায় দেখা যাবে। যাঁর কাজের ক্ষমতা দুর্ধর্ষ। অবশ্য সোনু সুদ অভিনীত চরিত্রটির একটি কালো অতীত রয়েছে। ডিজিটাল অপরাধের যে নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে, সেটি ধ্বংস করার লক্ষ্যই নিয়েছেন এই চরিত্রটি।
সোনু সুদই কি তাহলে নতুন ‘অ্যানিম্যাল’? অ্যাকশন থ্রিলারে সম্পূর্ণ অন্য এক অবতারে অভিনেতা; ‘ফতেহ’-র ট্রেলার দেখে আপ্লুত ভক্তরা
সোনু সুদই কি তাহলে নতুন ‘অ্যানিম্যাল’? অ্যাকশন থ্রিলারে সম্পূর্ণ অন্য এক অবতারে অভিনেতা; ‘ফতেহ’-র ট্রেলার দেখে আপ্লুত ভক্তরা
advertisement

একটি আকর্ষণীয় আখ্যানকে তুলে ধরা হয়েছে। যেখানে একজন নিখোঁজ মহিলা একটি সর্বাত্মক যুদ্ধের স্ফুলিঙ্গ হয়ে উঠেছেন। সোনু সুদের চরিত্রটি সশস্ত্র এবং বিপজ্জনক— দুর্নীতিবাজদের ডিবাগ করার জন্য এবং নিরপরাধ মানুষদের হুমকির মুখে ফেলে, এমন অপরাধীদের নিশ্চিহ্ন করার ব্যবস্থা কার্যকর করতে প্রস্তুত।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে WhatsApp, Facebook এবং Instagram! কোন কোন স্মার্টফোনে কাজ করবে না? দেখে নিন তালিকা

advertisement

সোনু সুদের পাশাপাশি ‘ফতেহ’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ এবং নাসিরুদ্দিন শাহ। অনলাইনে এই ট্রেলার মুক্তি পেতেই সেখানে জমা হয়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। আর এই ছবিটি রণবীর কাপুরের ২০২৩ সালের ছবি ‘অ্যানিম্যাল’-এর কথা মনে করিয়ে দিয়েছে বলে জানাচ্ছেন বেশিরভাগ নেটিজেন। এক ভক্ত লিখেছেন যে, “প্রথম ‘অ্যানিম্যাল’, দ্বিতীয় ‘কিল’, তৃতীয় ‘মার্কো’, বর্তমানে ‘ফতেহ’-র ক্ষেত্রে পাওয়া গেল দুর্ধর্ষ এই ট্রেলার।” অন্য এক ভক্ত আবার লিখেছেন যে, “অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরকে যেমন লেগেছিল, এখানে সোনু সুদকে ঠিক তেমনই দেখাচ্ছে।”

advertisement

এই ছবির প্রসঙ্গে সোনু সুদ বলেন যে, “ফতেহ ছবির জন্য উন্মাদনা নিয়ে যেন সাড়া পড়ে গিয়েছে। এই ছবিটি ডিরেক্টোরিয়াল ডেবিউয়ের তুলনায় আরও বেশি কিছু। এখানে এমন একটি বিশ্বের প্রতিফলন তুলে ধরা রয়েছে, যার সঙ্গে আমরা সকলেই জড়িয়ে রয়েছি। অথচ এই বিষয়ে খুব কমই বুঝি। আর এই বাস্তব সত্যটাকেই সকলের সামনে এনে জীবন্ত করে তুলতে চেয়েছি। আর আপনাদের আগ্রহও ধরে রাখব। ফতেহ সকলের জন্যই একটা যুদ্ধের আতঙ্ক। কারণ সকলেই অবিরাম আতঙ্ক আর ঝুঁকির মধ্যে থাকেন। আর এই ছবিটা তাঁদের জন্যও, যাঁরা এর বিরুদ্ধে লড়াইটা লড়ছেন।”

advertisement

আরও পড়ুন: ডিসেম্বরের শেষ সপ্তাহেই শশ রাজযোগ! নতুন বছর আসার আগেই মালামাল ৫ রাশি, ধনসম্পদের বন‍্যা, টাকার বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জি স্টুডিওসের সিবিও উমেশ কুমার বনসল আরও জানালেন যে, “মারপিট এবং নাটকীয়তার যেন এক অনন্য মিশেল ফতেহ। সোনুর দৃষ্টিভঙ্গি সাইবার ক্রাইমকে একটি আকর্ষণীয় বর্ণনার মাধ্যমে জীবন্ত করে তোলে, যা মানুষকে বিনোদন দেবে।” প্রসঙ্গত, এই ছবির প্রযোজনা করেছেন শক্তি সাগর প্রোডাকশনসের সোনালি সুদ এবং জি স্টুডিওসের উমেশ কুমার বনসল। আর এই ছবির সহ-প্রযোজনা করেছেন অজয় ধামা। আগামী ১০ জানুয়ারি ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে ‘ফতেহ’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনু সুদই কি তাহলে নতুন ‘অ্যানিম্যাল’? অ্যাকশন থ্রিলারে সম্পূর্ণ অন্য এক অবতারে অভিনেতা; ‘ফতেহ’-র ট্রেলার দেখে আপ্লুত ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল