প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সোনু নিগমের কনসার্ট শুনতে হাজির হয়েছিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সদস্য৷ তাঁর ছেলের সঙ্গে তিনি সনুর একটি ছবি তোলাতে চেয়েছিলেন৷ সেই নিয়ে প্রাথমিক ভাবে কথাবার্তা হয় সোনুর ম্যানেজার সায়রার সঙ্গে৷ সায়রা রাজি না হাওয়ায় ক্রমে সেই বার্তালাপ বিতণ্ডায় পৌঁছয়৷ তিনি তখন কোনও নিষেধ না শুনে নিজেই স্টেজের সিঁড়ি দিয়ে বেশকিছুটা উঠতে শুরু করেন৷
advertisement
আরও পড়ুন: হাতুড়ের কীর্তি! রক্ত বেরোনো বন্ধ করতে কানে মারাত্মক এমসিল আঠা ঢেলে দিল হাতুড়ে
আরও পড়ুন: বালিশ দিয়ে মুখ চেপে গোপনাঙ্গে আঘাত, প্রেমিকের জন্য স্বামীকে মারল ৪৭ বছরের মহিলা
সেই সময়ে স্টেজ থেকে নামছিলেন সোনু নিগম৷ তিনি দু’তিন ধাপ নামতেই রাগের মাথায় সোনুকে ধাক্কা দিতে চেষ্টা করেন সদস্য৷ সোনুকে রক্ষা করতে এগিয়ে যান তাঁর বডিগার্ড৷ ওই ছোট্ট সিঁড়ির মধ্যে তখন বডিগার্ডকে ধাক্কা মেরে ফেলে দেন তিনি৷ তার পরে তিনি আবারও সোনুকে আক্রমণ করতে যান৷
তখন তাঁকে রক্ষা করতে চেষ্টা রব্বানি খান৷ তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় সিঁড়ির উপর থেকে৷ সাত ফুট উঁচু সিঁড়ির থেকে পড়া যাওয়ায় আহত হন দু’জনেই৷ তবে কখন কোনওমতে নিরস্ত্র করা হয় ওই তাঁকে৷
শেষ খবর পাওয়া পর্যন্ত সনুর বডিগার্ড ও রব্বানিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ তাঁদের চোট গুরুতর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এক্সরে-ও করা হয়েছে বলে শোনা গিয়েছে৷ তবে ঘটনায় কোনও ভাবে সোনু নিগম আহত হননি বলেই খবর পাওয়া গিয়েছে৷ কিন্তু কেন এই ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও খুব একটা স্পষ্ট নয়৷