আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর বেশিরভাগ সময়ে লন্ডনে কাটান সোনম। কাজ বা পারিবারিক কোনও কারণ ছাড়া খুব একটা মুম্বই আসা হয় না তাঁর। জানা গিয়েছে, সিগনেচার আইল্যান্ডের তৃতীয় তলায় ২০১৫ সালে ওই অ্যাপার্টমেন্টটি দিয়ে কিনেছিলেন অভিনেত্রী। মাল্টিস্পেশ্যালিটি হল-সহ সব ধরনের সুযোগ- সুবিধা রয়েছে সেখানে। ওই অ্যাপার্টমেন্টটি থেকে সমুদ্র দেখা যায় সরাসরি।
advertisement
সোনম একা নন। অক্ষয় কুমার, সলমন খান এবং জাহ্নবী কাপুরের মতো তারকারাও প্রয়োজন মতো সম্পত্তি কিনে তা বিক্রি করেন।
আরও পড়ুন: তুনিশার মন খারাপ ছিল এই কারণে...প্রয়াত নায়িকার মায়ের দিকে আঙুল সিজানের পরিবারের!
আরও পড়ুন: আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য
গত অগস্টে পুত্রসন্তানের জন্ম দেন সোনম। ছেলের নাম রেখেছেন বায়ূ। ছেলে এবং স্বামীকে নিয়ে বেশির ভাগ সময়ে লন্ডনেই থাকছেন অভিনেত্রী। ২০১৯ সালে 'দ্য জোয়া ফ্যাক্টর' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আপাতত ছেলেকে নিয়েই সময় কাটছে তাঁর।