TRENDING:

Sonali Phogat last video: মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, Sonali Phogat-এর শেষ ভিডিও ভাইরাল

Last Updated:

Sonali Phogat last video: সোনালি ফোগাট ১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর হরিয়ানার ফতেহাবাদে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে তিনি হিসার দূরদর্শনে অ্যাঙ্করিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল মিডিয়া তারকা এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেত্রী সোনালি ফোগাটের মৃত্যুর খবর সবাইকে হতবাক করেছে। ৪১ বছর বয়সি সোনালির আজ সকালে আকস্মিক মৃত্যু হয় গোয়ায়। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সোনালি ফোগাটের। বলা হচ্ছে সোনালি তার কয়েকজন কর্মীকে নিয়ে গোয়া গিয়েছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই সোনালি ফোগাট তাঁরা একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। মাথায় গোলাপি পাগড়িতে অনবদ্য দেখাচ্ছিল সোনালিকে। স্বাভাবিকভাবেই তাঁরা মৃত্যুর পড়ে এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
প্রয়াত সোনালি ফোগাট
প্রয়াত সোনালি ফোগাট
advertisement

সোনালি ফোগাটের শেষ ভিডিও

সোনালি ফোগাট, টিকটক স্টার হিসেবে বিখ্যাত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ছিলেন খুবই সক্রিয়। মাঝেমাঝেই ইনস্টাগ্রামে তাঁর দুর্দান্ত ছবি এবং রিলগুলি শেয়ার করতেন সোনালি। সোনালি ফোগাট তাঁর শেষ ভিডিওটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে। জানা যাচ্ছে, গতকাল নিজের এক কর্মীকে শারীরিক অস্বস্তির কথা জানিয়েছিলেন৷ এর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও শেষ রক্ষা হয়নি৷

advertisement

আরও পড়ুন: মানুষ কেন 'প্রথম প্রেম' ভুলতে পারে না? বিজ্ঞানের ব্যাখ্যা শুনলে চমকে যাবেন!

জানা গিয়েছে, একটি শ্যুটিংয়ের কাজে দু' দিনের জন্য গোয়া গিয়েছিলেন সোনালি৷ তাঁর দেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেছে পুলিশ৷ তার এই ভিডিওতে, গোলাপি পাগড়ি পরা এই তারকাকে একটি রিল তৈরি করতে এবং বলিউডের রেট্রো গান 'রুখ সে জারা নাকাব হাটা দো'-তে অভিব্যক্তি দিতে দেখা যায়। এই ভিডিওতে সোনালিকেও খুশিতে দৌড়াতে দেখা যাচ্ছে।

advertisement

এর কিছুক্ষণ আগেই সোনালি তাঁর সুন্দর চেহারার কিছু সেলফিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এখন তাঁর এই পোস্টগুলিতে বিস্ময় প্রকাশ করছেন। কমেন্ট বক্সে শ্রদ্ধা জানাচ্ছেন, তার আত্মার শান্তি কামনা করছেন।

সোনালির এ পর্যন্ত যাত্রাপথ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সোনালি ফোগাট ১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর হরিয়ানার ফতেহাবাদে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে তিনি হিসার দূরদর্শনে অ্যাঙ্করিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি বিজেপিতে যোগ দেন। বিতর্কিত বক্তব্যের কারণে তিনি সবসময়ই শিরোনামে ছিলেন। 'বিগ বস' সিজন ১৪-এ সোনালি তাঁর জীবনের দুঃখ দর্শকদের সঙ্গে শেয়ার করেছিলেন। তাঁর মৃত্যু তাঁর স্বামীর মতই রহস্যময়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonali Phogat last video: মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, Sonali Phogat-এর শেষ ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল