সম্প্রতি সমাজমাধ্যমে সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের একটি ছবিতে এক নেটিজেন মন্তব্য করেন, ”শীঘ্রই আপনাদের ডিভোর্স হতে চলেছে”, এর উত্তরে চুপ থাকেন না অভিনেত্রী! পালটা তিনি লেখেন, ” প্রথমে তোর বাবা-মা বিবাহবিচ্ছেদ করুক। তার পর আমরা করব। প্রমিস।” সোনাক্ষীর এহেন ঠোঁটকাটা জবাব নেটদুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।
বলিউড সূত্রে খবর, প্রথম দিকে সোনাক্ষী-জাহিরের বিয়েতে রাজি ছিলেন না খোদ শত্রুঘ্ন সিনহাও। বেঁকে বসেছিল তাঁর পরিবারও। বিশেষ করে সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের এই বিয়েতে একেবারেই নাকি মত ছিল না। সোনাক্ষীর বিয়েতে কুশ উপস্থিত থাকলেও আসেননি লব। ডিসেম্বর মাসে জাহিরের জন্মদিনে শত্রুঘ্ন সিনহা নিজে এলাহি আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানেও ছিলেন না লব-কুশ। শোনা গিয়েছিল, ভিনধর্মে বিয়ে করার জন্যই সোনাক্ষীর উপর অসন্তুষ্ট তাঁরা। যদিও লব-কুশের এহেন আচরণে শত্রুঘ্ন সিনহা ছেলেদের পক্ষ নিয়ে বলেন, ” আজ আমার বয়স যদি কম হত, তবে আমিও ওদের মতো আচরণ করতাম। কিন্তু আমার বয়স ও অভিজ্ঞতার কারণে আমার আচরণ আজ অন্য রকম।”
advertisement