TRENDING:

বেশরম রং নিয়ে 'ফালতু হৈ হুল্লোড়' , ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন এই গায়িকা, জানুন

Last Updated:

ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন এই গায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মাত্র তিন দিনের মধ্যে বক্স অফিস কাঁপাচ্ছে পাঠান।  ইতিমধ্যেই শাহরুখ খানের সর্বকালের সেরা ছবিগুলোর লিস্টে জায়গা করে নিয়েছে এই ছবি।  শুধুমাত্র ছবিটিই নয় জনপ্রিয়তার ঝড় তুলেছে ছবির গান গুলিও।
advertisement

যশ রাজ স্পাই থ্রিলার এবং এর চার্টবাস্টার গানগুলি মন কেড়ে নিয়ে শ্রোতাদের। চারিদিকে যেন পাঠান ঝড় বইয়ে দিয়েছে 'বেশরম রঙ'। বেশরম গানটি মুক্তি পাওয়ার পর থেকেই গানের বিভিন্ন দৃশ্যের জন্য সমালোচিত হয়ে আসছে। এবার গায়িকা সোনা মহাপাত্র ট্যুইট করে গানটির সমালোচনা করলেন।

আরও পড়ুন: ‘আমি আর থাকতে পারছি না’ জনকে চুমু শাহরুখের, কী কাণ্ড, দেখুন ভিডিওতে

advertisement

কিছুদিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে সোনা মহাপাত্রের 'রাসরকলি বো' গানটি। সোমবার, সোনা মহাপাত্র ট্যুইট করে শেয়ার করেছেন সেই গানের ভিডিও শ্যুটের আগের প্রস্তুতির একটি ভিডিও। ভিডিওটি শেয়ার করে সোনা লিখেছেন,  ফালতু হৈ হুল্লোর একটা মাঝারি গানকে সাফল্য এনে দেয় ঠিকই কিন্তু একটা সুন্দর গান ভারতের সংস্কৃতিকে  তুলে ধরে, যা তাড়াহুড়োয় হয় না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাঠানের ট্রেলার লঞ্চের আগেই প্রকাশ পেয়েছিল 'বেশরম রঙ' ।  মিউজিক ভিডিওটিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে একেবারে অন্য অবতারে দেখেছিলেন ভক্তরা। কিন্তু অভিনেতাদের গানের লাইন এবং পোশাক দেখে ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। দেখা গিয়েছিল বিক্ষোভ । এমনকী  সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । তবে  এতকিছুর পরেও  সারা দেশে জনপ্রিয়তার ঝড় তুলে দিয়েছে সিনেমাটি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বেশরম রং নিয়ে 'ফালতু হৈ হুল্লোড়' , ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন এই গায়িকা, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল