অন্যদিকে বেঙ্গল টকিজের প্রযোজক অতনু রায় চৌধুরী,পুরোটা নাহলেও ছবি রিলিজ নিয়ে খানিকটা চিন্তা ভাবনা করে রেখেছেন।আগামী ৮মে মুক্তি পাওয়ার কথা ছিল তার হাউসের নতুন ছবি 'টনিক'।মুখ্য ভূমিকায় দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়।এই ছবির বাম্পার প্রমোশন প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছিলেন প্রযোজক।
কিন্তু এই বছর করোনার যে আতঙ্ক আর মৃত্যুমিছিল চারিদিকে তাতে লকডাউন উঠলেও ছবি রিলিজের কথা তিনি ভেবে রেখেছেন এই বছরের বড় দিন'কে মাথায় রেখে। তাঁর মতে "টনিক এমন একটি ছবি যা গোটা পরিবার এক সঙ্গে বসে দেখার মতন। সেই কারণে গরমের ছুটি মাথায় রেখে রিলিজ ডেট ভাবা হয়েছিল। এখন তো আর ভাবাই হচ্ছেনা। যদি সম্ভব হয় তাহলে এই বছরের শেষেই ইচ্ছে আছে।"
advertisement
অন্যদিকে দেব এন্টারটেইনমেন্টের আগামী ছবি 'হবুচন্দ্রা রাজা গবুচন্দ্র মন্ত্রী' ও এখন আর মুক্তি পাওয়ার কোনও সম্বাবনা নেই।পয়লা মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। রাজের আগামি ছবি 'ধর্মযুদ্ধ'ও কবে মুক্তি পায় সেটাই এখন দেখার।