ঘটনাটি ঘটল শুক্রবার মাঝরাতে ৷ একটি রেস্তোরাঁয় বাবা সেলিম খানকে নিয়ে সলমনের ভাই সোহেল গিয়েছিলেন খেতে ৷ সেখানেই পৌঁছে যান দুই মহিলা সাংবাদিক ৷ ব্যুম নিয়ে সেলিম ও সোহেল কে জিজ্ঞেস করতে থাকেন সলমনের বিয়ের প্রসঙ্গ ৷
দুই সাংবাদিকের এরকম প্রশ্নে, মস্করা করে সেলমি বলেন, সলমনের বিয়ে ৪০ বছর আগে হয়ে গিয়েছে ! তবে সাংবাদিকদের এইসব প্রশ্নকে একেবারেই পাত্তা দেননি সোহেল খান ৷ উলটে বার বার হাত দিয়ে ব্যুম সরিয়ে দিচ্ছিলেন ৷
advertisement
সাংবাদিকরাও ছাড়লেন না হাল ৷ পিছু নিলেন সেলিম ও সোহেল ৷ শেষমেশ রেগেমেগে নিজের গায়ের জ্যাকেট খুলে ছুঁড়ে মারেন মহিলা সাংবাদিকদের দিকে ৷ বলিউড জুড়ে শুরু হয় নতুন বিতর্ক ৷ পুরো ব্যাপারটি নিয়ে মুখ খুলেন সলমন খান ৷
সলমনের কথা, ‘আমি মনে করি না সোহেল কোনও অশোভন আচরণ করেছে।’ সলমন আরও বলেন, ‘আমার বাবার বয়স ৮০। সাংবাদিকরা তাঁর মুখের সামনে বার বার ব্যুম ধরছেন। যদি উনি পড়ে যেতেন! এই একই ঘটনা ঘটেছে সোহেলের সঙ্গেও। আমার ভাই বাবার সঙ্গে ছিল তাই সে তাঁর ব্যাপারে চিন্তিত হয়ে পড়ে।’ বিরক্ত সলমন আরও বলেন, ‘তা ছাড়া রাত ১২টার সময় আমার বিয়ের ব্যপারে বার বার প্রশ্ন করে আমার পরিবারের লোকেদের উত্যক্ত করাটা কি ঠিক? আমি আপনাদের চিনি না, জানি না। কেন আমি আপনাদের জানাব আমার বিয়ের ব্যপারে! আমি জানালে আমার ভক্তদের জানাব। টুইট করে বা ফেসবুকের মাধ্যমে তাঁদের জানাব।’
