এই বিশেষ এপিসোডে আসছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, হারলিন কৌর দেওল, রিচা ঘোষ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা এবং কোচ অমোল মুজুমদার। কিন্তু তবুও যে নামটি নিয়ে দর্শকের উত্তেজনা সবচেয়ে বেশি ছিল, সেই নামটি তালিকায় নেই। দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা উপস্থিত থাকছেন না, এটাই নিশ্চিত খবর।
advertisement
তবে এই ঘটনার কারণ অবশ্যই তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। ২৩ নভেম্বর গায়ক ও চলচ্চিত্রসঙ্গীতকার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ের তোড়জোড় চলছিল। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকাই ভেঙে গেল সব পরিকল্পনা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় স্মৃতির বাবা শ্রীনিবাসকে, আর তার পরেই ‘পোস্টপোন’ হয় বিয়ে।
এরপরেই গতকাল পলাশের একাধিক সোশ্যাল মিডিয়া স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে স্পষ্ট স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন পলাশ, এমনই অভিযোগ উঠেছে। স্ক্রিনশটগুলি তাঁদের বিয়েতে আসা একজন কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের মাখো মাখো চ্যাটিংয়ের স্ক্রিনশট ছিল।
