TRENDING:

Femina Miss India World 2022 : ৩১ জন প্রতিযোগিণীকে হারিয়ে মিস ইন্ডিয়ার মুকুট পরলেন ২১ বছর বয়সি সুন্দরী সিনি

Last Updated:

Femina Miss India World 2022 : রবিবার মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয় ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্ব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : এ বছরের ফেমিনা মিস ইন্ডিয়া-র তাজ উঠল কর্নাটকের সিনি শেট্টীর মাথায় ৷ রবিবার মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয় ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্ব ৷ সেই মঞ্চেই বিজয়িনী ঘোষণা করা হয় ২১ বছর বয়সি সিনিকে ৷ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজস্থানের রুবল শেখাওয়াত ৷ তৃতীয় স্থানাধিকারিণী উত্তরপ্রদেশের শিনাটা চহ্বন ৷ বিভিন্ন রাজ্যের ৩১ জন সুন্দরীকে পরাজিত করে নির্বাচিত হলেন এই তিন বিজয়িনী ৷
রবিবার মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয় ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্ব
রবিবার মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয় ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্ব
advertisement

তারকাখচিত রাতে অনুষ্ঠানে জুরি প্যানেলে হাজির ছিলেন বলিউডের নেহা ধুপিয়া, দিনো মোরিয়া, মালাইকা অরোরা, ডিজাইনার রোহিত গান্ধি ও রাহুল খন্না, কোরিয়োগ্রাফার শমক দাভর, প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ-সহ অন্যান্যরা ৷ ২০২১ সালের ফেমিনা মিস ইন্ডিয়া তেলঙ্গনার মানসা বারাণসী নিজের হাতে মিস ইন্ডিয়া-র শিরোপা পরিয়ে দেন সিনিকে ৷ চলতি বছরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চে বারতের প্রতিনিধিত্ব করবেন সিনি ৷ প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা ধুপিয়া বলেন এই অভিজ্ঞতা জীবনে অমূল্য ৷ তাঁরও পুরনো স্মৃতি ফিরে এসেছে বলে জানান নেহা ৷

advertisement

আরও পড়ুন :  নেচে, গানে মাতালেন সিধু, ঐশ্বর্য, পায়েলরা, 'ক্লিক'-এর নতুন সিরিজ এনক্রিপটেড-এর প্রিমিয়ার পার্টি

আরও পড়ুন : কখনও Topless, কখনও Backless! বোল্ডনেসে উর্ফি জাভেদকে কয়েক গোল দিতে পারেন সাক্ষী চোপড়া, হট অবতারে তোলপাড়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

‘‘এই সুন্দরী তরুণীরা উৎসাহে ভরপুর ৷ ওঁদের দেখে আমার নিজের যাত্রাপথের সব মুহূর্ত মনে পড়ছে ৷ এই তরুণীরা নিজেদের শক্তি ও আভিজাত্যে বিশ্বের মুখোমুখি হতে সমর্থ ৷ অতিমারি আবহে ডিজিটাল পদ্ধতি নিয়ে অনেক প্রতিকূলতা এসেছে ঠিকই ৷ কিন্তু তবুও আমার মনে হয় এই যাত্রাপথ যথেষ্ট রোমাঞ্চকর হবে ৷ ’’ বলেছেন নেহা ধুপিয়া ৷ তাঁর পাশাপাশি এ দিনের রেড কার্পেট আলো করে ছিলেন মালাইকা অরোরা ও কৃতী শ্যানন ৷ তাঁদের ফ্যাশনিস্তা রূপ ছিল চোখ ধাঁধাঁনো ৷ মালাইকার পরনে ছিল সোনালি সূচিশিল্পের পোশাক ৷ রেড কার্পেটে উজ্জ্বল সোনালি পোশাকে তিনি মোহময়ী হয়ে দেখা দেন বিপজ্জনক শরীরী বিভঙ্গে ৷ রেড কার্পেটে তাঁকে অভিবাদন জানান নেহা ধুপিয়া ৷ ঝলমলে এই সন্ধ্যার জন্য তিনিও পরেছিলেন উজ্জ্বল গাউন ৷ গ্ল্যামার প্রাঙ্গনের এই শো-এর সঞ্চালক ছিলেন মণীশ পল ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Femina Miss India World 2022 : ৩১ জন প্রতিযোগিণীকে হারিয়ে মিস ইন্ডিয়ার মুকুট পরলেন ২১ বছর বয়সি সুন্দরী সিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল