TRENDING:

Anupam Roy Wedding-Upal Sengupta: অনুপম-প্রস্মিতার যে প্রেম হচ্ছে, তা বুঝতেই পারিনি কেউ, কারণ... দুই বন্ধুকে নিয়ে মজার গল্প উপলের

Last Updated:

Anupam Roy Wedding-Upal Sengupta: গান-আড্ডার মাঝেই অনুপম ও প্রস্মিতার মধ্যে যে প্রেমের সূত্রপাত ঘটছে, তা কি তাঁর বন্ধুদের চোখে পড়েছিল? কী বললেন উপল সেনগুপ্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাত্রও বন্ধু, পাত্রীও বন্ধু। গানের জগতের অন্যতম প্রিয় দুই বন্ধুর বিয়ে বলে কথা, উত্তেজনা তো তুঙ্গে থাকবেই। আর সেই আনন্দের ছাপ স্পষ্ট গায়ক উপল সেনগুপ্তের গলায়।
অনুপম-প্রস্মিতার প্রেমটা আগে টেরই পাইনি কেউ, কারণ...দুই বন্ধুকে নিয়ে বললেন উপলের
অনুপম-প্রস্মিতার প্রেমটা আগে টেরই পাইনি কেউ, কারণ...দুই বন্ধুকে নিয়ে বললেন উপলের
advertisement

আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক অনুপম রায় এবং গায়িকা প্রস্মিতা পাল। কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। ফের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অনুপম।

নিউজ18 বাংলা যোগাযোগ করল তাঁদেরই ঘনিষ্ঠ বন্ধু, চন্দ্রবিন্দুর সদস্য এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী উপল সেনগুপ্তকে। উচ্ছ্বসিত গলায় তিনি জানালেন, তাঁরা সকলেই খুব খুশি। দুই বন্ধু বিয়ে করতে চলেছেন। বাংলা গানের জগতের তারকা শিল্পী তাঁরা প্রত্যেকেই। তবে উপল এখনও স্থির করতে পারেননি, তিনি বরপক্ষ নাকি কনেপক্ষ। কিন্তু তাও দাড়িপাল্লায় ভার বেশি কনেপক্ষের দিকেই। তার কারণ অনুপমের সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই প্রস্মিতার সঙ্গে উপলের আলাপ। তবে এখানে একটি ট্যুইস্ট আছে।

advertisement

আরও পড়ুন: অনুপমের বিয়ের খবরে চমকে উঠলেন পরমব্রত, জেনেই নিউজ18 বাংলাকে যা বললেন অভিনেতা…!

উপল বললেন, ‘‘প্রস্মিতাকে আগে থেকে চিনি বলে হয়তো আমার উপর প্রস্মিতার দাবি একটু বেশি। তাই আমি কনেপক্ষ। কিন্তু তারপর একটি মজার ঘটনা ঘটতে চলেছে। সেক্ষেত্রে আমি তখন অনুপমের দলে।’’ কিন্তু কী ঘটতে চলছে? মুচকি হেসে এড়িয়ে গেলেন গায়ক।

advertisement

শিল্পীরা একসঙ্গে আড্ডা দিয়ে অনেক সময় কাটিয়েছেন। গান-আড্ডার মাঝেই অনুপম ও প্রস্মিতার মধ্যে যে প্রেমের সূত্রপাত ঘটছে, তা কি তাঁর বন্ধুদের চোখে পড়েছিল? উপল বললেন, ‘‘গানের জগতে আমাদের বড় গ্রুপ আছে বন্ধুবান্ধবের। সেখানে একে অপরের সঙ্গে ইয়ার্কি মারি। কখনও একে নিয়ে ওকে, ওকে নিয়ে একে ক্ষেপানোও হয়। যার কোনও ভিত্তি নেই। কিন্তু মজার বিষয় হল, কেবল অনুপম আর প্রস্মিতাকে নিয়েই কেউ কোনওদিন ক্ষেপাইনি বা মস্করা করিনি। কারণ কারও কোনও সন্দেহই হয়নি। তাই তাঁদের প্রেম এবং বিয়ের খবর পেয়ে আমরাও চমকে গিয়েছিলাম। আমাদের কাছে বড় সারপ্রাইজ এটা।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা গানের জগত যেন আনন্দোৎসবের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। স্পষ্টতই, অনুপম এবং প্রস্মিতার বিয়েতে বিশেষ ভূমিকায় থাকবেন গানের জগতের শিল্পীরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy Wedding-Upal Sengupta: অনুপম-প্রস্মিতার যে প্রেম হচ্ছে, তা বুঝতেই পারিনি কেউ, কারণ... দুই বন্ধুকে নিয়ে মজার গল্প উপলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল