পুলিশের কাছে অগমকুমার জানিয়েছেন তাঁদের সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রেহান দু’দিন বড় ব্যাগ নিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছে৷ অগমকুমারের অভিযোগ, ডুপ্লিকেট চাবি দিয়ে তাঁর ফ্ল্যাটে ঢুকে বেডরুমের ডিজিটাল লকার থেকে ৭২ লক্ষ টাকা চুরি করেছে৷ পলাতক রেহানের খোঁজে চলছে পুলিশি তল্লাশি৷
advertisement
মুম্বইয়ের অন্ধেরী ওয়েস্টের ওশিয়ারা এলাকার বাসিন্দা প্রবীণ অগমকুমার নিগমের অভিযোগ তাঁর ফ্ল্যাটে ১৯ বা ২০ মার্চ-এই দু’দিন চুরি হয়েছে৷ অগমকুমারের মেয়ে তথা সোনুর বোন নিকিতা জানিয়েছেন প্রায় ৮ মাস তাঁদের বাড়িতে ড্রাইভারের চাকরি করেছে রেহান৷ তাঁর কাজে খুশি না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়৷
আরও পড়ুন : পার্সের জন্য মেনে চলুন এই বাস্তু টিপস, টাকাপয়সার অভাব থাকবে না
গত ১৯ মার্চ দুপুরে অগমকুমার তাঁর মেয়ের বাড়িতে দুপুরবেলা গিয়েছিলেন৷ পরের দিন তিনি ছেলে সোনুর বাড়িতে যান৷ প্রথম দিন বাড়িতে ফিরে তিনি দেখেন ৪০ লক্ষ টাকা খোয়া গিয়েছে৷ পরের দিন আরও ৩২ লক্ষ টাকা খোয়া যায় বলে তাঁর অভিযোগ৷ এর পরই মেয়ে নিকিতার সঙ্গে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ৷
