TRENDING:

Sonu Nigam: সোনু নিগমের বাবার ফ্ল্যাটের বেডরুমের ডিজিটাল লকার থেকে চুরি ৭২ লক্ষ টাকা

Last Updated:

Sonu Nigam: শিল্পীর বাবা অগম কুমার নিগম পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : সঙ্গীতশিল্পী সোনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লক্ষ টাকার চুরি হল৷ শিল্পীর বাবা অগম কুমার নিগম পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন৷ এই ঘটনায় তাঁদের অভিযোগের তির বাড়ির প্রাক্তন ড্রাইভার রেহানের দিকে৷ নিগম পরিবারে আগে ড্রাইভারের চাকরি করতেন রেহান৷ অগম কুমার নিগমের অভিযোগের উপর ভিত্তি করে মুম্বইয়ের ওশিয়ারা থানার পুলিশ অভিযুক্ত রেহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪ এবং ৪৫৭ ধারায় মামলা রুজু করেছে৷ এই ঘটনার পর থেকে অভিযুক্ত রেহান পলাতক৷
সোনু নিগম
সোনু নিগম
advertisement

পুলিশের কাছে অগমকুমার জানিয়েছেন তাঁদের সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রেহান দু’দিন বড় ব্যাগ নিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছে৷ অগমকুমারের অভিযোগ, ডুপ্লিকেট চাবি দিয়ে তাঁর ফ্ল্যাটে ঢুকে বেডরুমের ডিজিটাল লকার থেকে ৭২ লক্ষ টাকা চুরি করেছে৷ পলাতক রেহানের খোঁজে চলছে পুলিশি তল্লাশি৷

আরও পড়ুন :  তীব্র ভূমিকম্পে চারদিক কাঁপছে, নেই বিদ্যুৎ, তার মধ্যেই কাশ্মীরে অস্ত্রোপচারে সন্তান প্রসব করালেন ডাক্তাররা, দেখুন ভাইরাল ভিডিও

advertisement

মুম্বইয়ের অন্ধেরী ওয়েস্টের ওশিয়ারা এলাকার বাসিন্দা প্রবীণ অগমকুমার নিগমের অভিযোগ তাঁর ফ্ল্যাটে ১৯ বা ২০ মার্চ-এই দু’দিন চুরি হয়েছে৷ অগমকুমারের মেয়ে তথা সোনুর বোন নিকিতা জানিয়েছেন প্রায় ৮ মাস তাঁদের বাড়িতে ড্রাইভারের চাকরি করেছে রেহান৷ তাঁর কাজে খুশি না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়৷

আরও পড়ুন :  পার্সের জন্য মেনে চলুন এই বাস্তু টিপস, টাকাপয়সার অভাব থাকবে না

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৯ মার্চ দুপুরে অগমকুমার তাঁর মেয়ের বাড়িতে দুপুরবেলা গিয়েছিলেন৷ পরের দিন তিনি ছেলে সোনুর বাড়িতে যান৷ প্রথম দিন বাড়িতে ফিরে তিনি দেখেন ৪০ লক্ষ টাকা খোয়া গিয়েছে৷ পরের দিন আরও ৩২ লক্ষ টাকা খোয়া যায় বলে তাঁর অভিযোগ৷ এর পরই মেয়ে নিকিতার সঙ্গে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Nigam: সোনু নিগমের বাবার ফ্ল্যাটের বেডরুমের ডিজিটাল লকার থেকে চুরি ৭২ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল