TRENDING:

Singer KK Died: কেকে নেই? কী শোনা যাচ্ছে! কেন এমন হচ্ছে? কেকে-এর মৃত্যুর খবর পেয়ে বিহ্বল শিলাজিৎ

Last Updated:

Singer KK Died: শিলাজিতের আক্ষেপ, "বেঁচে থাকলে এ সব আরও শুনতে হবে যা বুঝতে পারছি। কিন্তু পারছি না যে আর! আমিও চলে গেলে ভাল হত। আর এ ভাবে প্রায় গান গাইতে গাইতেই চলে যাওয়া, এমন যেন আমার সঙ্গেও হয়।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত কৃষ্ণকুমার কুন্নত (কেকে)। কলকাতায় অনুষ্ঠান করতে এসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত বলিউড গায়ক কেকে। নিউজ১৮ বাংলার কাছেই প্রথম খবর পেলেন বাংলার সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার। বিশ্বাস করতে পারেননি শিলাজিৎ। গলা কেঁপে উঠেছে তাঁর। শিলাজিৎ বার বার উচ্চারণ করেছেন, "কেকে নেই? কী শোনা যাচ্ছে! কেন এমন হচ্ছে?"
advertisement

কলকাতায় নজরুল মঞ্চে গান গাইতে এসে এমন হবে, ভাবতে পারেননি শিলাজিৎ। মনে পড়ছে তাঁর সঙ্গে প্রথম আলাপের দিনটা। অনেক বছর আগে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিলাজিতের পরেই মঞ্চে গান গাউতে উঠেছিলেন তিনি। সেই দৃশ্য তাঁর চোখের সামনে ভেসে উঠছে বারবার। শিলাজিৎ বললেন, "মনে পড়ছে, কালো টি শার্ট আর জিনস পরে এসেছিল সে।"

advertisement

শিলাজিতের আক্ষেপ, "বেঁচে থাকলে এ সব আরও শুনতে হবে যা বুঝতে পারছি। কিন্তু পারছি না যে আর! আমিও চলে গেলে ভাল হত। আর এ ভাবে প্রায় গান গাইতে গাইতেই চলে যাওয়া, এমন যেন আমার সঙ্গেও হয়।"

শিলাজিতের প্রশ্ন, "এঁরা তো শরীর নিয়ে খুব যত্নবান! তার পরেও কেন এমন হচ্ছে?" শিলাজিতের মা তাঁকে রোজ বলেন, "সবাইকে দেখ, শরীরচর্চা করছে। তুই কেন এতটা অবহেলা করিস নিজেকে নিয়ে?" 'ঝিন্টি'র স্রষ্টা তাই যুক্তি খুঁজে পাচ্ছেন না এই মৃত্যুর কারণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ঘটনাচক্রে শিলাজিৎ এই ঘটনার ঘণ্টাখানেক আগেই একটি ফেসবুক পোস্ট দেন মৃত্যু নিয়ে। যার বক্তব্য, 'বুড়ো হয়ে গেছি ভাই বহুদিন আগে বড় হতে চাইতাম সব্বার মত, বড় হলে বুড়ো হবো সে কথা ভাবিনি। ভেবেছি কখনও আমি মরে যেতে পারি ভেবেছি জেনেছি আমি থাকবো না আর ভাবিনি থেকেও আমি না থাকাই হবো থাকবো, তবুও থাকবে না দরকার।'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer KK Died: কেকে নেই? কী শোনা যাচ্ছে! কেন এমন হচ্ছে? কেকে-এর মৃত্যুর খবর পেয়ে বিহ্বল শিলাজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল