আরও পড়ুন- স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা মুখোপাধ্যায়! চিকিৎসকরা কী জানাচ্ছেন
ইকোনমিক টাইমসকে সহযোগী অধ্যাপক, ডাঃ প্রতীত সামদানি জানিয়েছেন, জ্ঞান ফিরে পেয়েছেন লতা মঙ্গেশকর। “লতা মঙ্গেশকর আইসিইউতে রয়েছেন। তিন দিনের বেশিই হল ভেন্টিলেটর বন্ধ রাখা হয়েছে এবং বর্তমানে জ্ঞান রয়েছে শিল্পীর। যদিও এখনই হাসপাতাল থেকে ছুটি পাওয়া সম্ভব নয়," জানান তিনি। সামদানির মতে, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের (Lata Mangeshkar Health Update) সামান্যই উন্নতি হয়েছে।
advertisement
ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের প্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে নিজের কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন ভারতীয় ভাষায় ৩০,০০০ টিরও বেশি গান গেয়েছেন এখনও পর্যন্ত।
সাত দশকেরও বেশি সময় ধরে আপামর ভারতীয়কে নিজের কণ্ঠের মায়ায় মুগ্ধ করে রেখেছেন লতা। নিজের দীর্ঘ কর্মজীবনে, তিনি ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’, ‘নীলা আসমান সো গয়া’, এবং ‘তেরে লিয়ে’-র মতো অসংখ্য গানকে চিরস্মরণীয় করে রেখেছেন। শুধু হিন্দি নয়, ভারতের অসংখ্য ভাষায় লেখা গান তাঁর কণ্ঠের ছোঁয়া পেয়েছে।
আরও পড়ুন- করোনায় কাবু কাজল, কিন্তু শেয়ার করলেন মেয়ের ছবি! কেন?
ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন।
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন ভূষিত লতা মঙ্গেশকরের সুস্থতার কামনায় প্রার্থনা করছে সারা দেশই।